কলকাতা: মঙ্গলবার নবান্নে বেশ কয়েকটি দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা (Chief Secretary Bhagwati Prasad Gopalika)।এদিন বৈঠকে বিভিন্ন দফতরের শূন্য পদ সহ বাজারদর (Market Price Hike) নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, শূন্য পদ হলেই ১০০ শতাংশ নিয়োগ করতে হবে, এমনটা নয়। স্বরাষ্ট্র দফতরের, কৃষি দফতর, স্কুল শিক্ষা দফতর সহ কয়েকটি দফতরে নিয়োগের প্রস্তাব রয়েছে। তা নিয়ে আলোচনা করার সময় এই নির্দেশ দেন। এদিন কৃষি এবং কৃষি বিপণন দফতরের আধিকারিক ছাড়াও বিভিন্ন দফতরের আধিকারিক, বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত ছিল।
আরও পড়ুন: নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাজার দর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর পর মঙ্গলবার বর্তমানে বাজারদর কী রয়েছে, তা পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। মুখ্যমন্ত্রী 10 দিনের মধ্যে বাজারদর নিয়ে রিপোর্ট চেয়েছেন ৷ মূলত সেই রিপোর্ট পর্যালোচনা করতেই মুখ্যসচিবের এই বৈঠক। কাঁচা সবজি থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন আলোচনার হয় বলে জানা গিয়েছে।
অন্য খবর দেখুন