ওয়েব ডেস্ক: সিরিয়ায় ভয়ঙ্কর বোমা হামলা চালাল ইজরায়েল (Israel)। সোমবার মাত্র ১২ ঘণ্টায় একটি যুদ্ধ বিমানের সাহায্যে সিরিয়ার (Syria) উপকূলবর্তী এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে নেতানিয়াহুর দেশ। স্থানীয় সূত্রে খবর, হামলার তিব্রতা এতটাই ছিল যে এদিন ব্যাপক ভাবে কেঁপে ওঠে ইজরায়েলের মাটি। ভূমিকম্প অনুভূত হয় গোটা এলাকায়।
এএনআই সূত্রে খবর, মাত্র বারো ঘণ্টায় সিরিয়ায় টার্টাস এলাকায় প্রায় প্রায় ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ২০১২ সালের পর এই প্রথম বড় হামলা সিরিয়ার মাটিতে। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের তরফ থেকে জানানো হয়েছে, ইজরায়েলেরর যুদ্ধবিমান সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এবং সারফেস-টু-সার্ফেস মিসাইল ডিপো-সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আরও পড়ুন : ভূমিকম্প! শহর থেকে ৩০ কিমি দূরেই এপিসেন্টার, জারি সুনামির সতর্কতা
ঘটনার জেরে বিস্ফোরণের মাত্রা আরও ভয়াবহ আকার নিয়েছে। আকাশ ছেয়ে গিয়েছে ধোঁয়ার মেঘে। বিস্ফোরণের জেরে আকাশ ছেয়ে যায় কালো মেঘে। ভূমিকম্পের চেয়ে দ্বিগুণ গতিতে কম্পন অনুভূত হয়। মাত্রা ছিল ৩.০।
বাশার সরকারের পতনের পর থেকে সিরিয়ায় লাগাতার হামলা চালিয়ে চলেছে ইজরায়েল। এবার লক্ষ্যবস্তু ছিল রাশিয়ান সেনাবাহিনী ঘাঁটি। নৌসেনা ঘাঁটির পাশাপাশি এই অঞ্চলেই জমা থাকত যুদ্ধের সব সরঞ্জাম। ১৯৭১ সালে এই অঞ্চলে নৌসেনা ঘাঁটি গড়েছিল রাশিয়া। ভূমধ্য সাগরে প্রবেশের জন্য রাশিয়ার কাছে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের সিরিয়া যুদ্ধে রাশিয়ার হস্তক্ষেপের পর এই অঞ্চলের অস্ত্রশত্র ডেলিভারির প্রধান রাস্তা হয়ে ওঠে। ফলত, ইজরায়েলের হামলা নিয়ে শোরগোল শুরু হয়েছে।
দেখুন আরও খবর :