কালনা: ফের কাঠগড়ায় স্কুল শিক্ষক। ছাত্রীদের সঙ্গে লাগাতার অশালীন (Kalna Teache Harassment Student ) আচরণ চালাচ্ছিলেন শিক্ষক। স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুল শিক্ষকেদের বিরুদ্ধে অশালীন আচরণের ঘটনাকে কেন্দ্র করে তোলপার গোটা কালনা মহকুমা। তার মাঝেই আগুনে আবার ঘি পরল প্রাথমিক স্কুলের ১ শিক্ষকের অশালীন আচরণ। ঘটনাটি ঘটে নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়ার একটি এফ. পি.স্কুলে।
অভিভাবকদের অভিযোগ এই স্কুলের একজন শিক্ষক লিটন কীর্তনীয়া অনেকদিন ধরেই ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছেন। শিক্ষকের এই ধরনের আচরণের জন্য কয়েকজন ছাত্রী রীতিমতো ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। দিনের পর দিন মেয়ে কেন স্কুলে যাচ্ছেনা তার কারণ জানতে চাইলে অভিভাবকরা গোটা বিষয়টি জলের মতন পরিষ্কার হয়ে ওঠে অভিভাবকদের। এবং সোমবার অভিভাবকরা স্কুলের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। প্রধান শিক্ষকের কাছেও তাদের ক্ষোভ উগড়ে দেন। বিচারের দাবি জানান তারা। যদিও অনেকেই আবার বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে নাদন ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: বেলগাছিয়ায় পুলিশের হাতে আক্রান্ত শুভেন্দু!
অভিযুক্ত শিক্ষকের সোমবার দেখা পাওয়া মেলেনি। অভিভাবকরা জানান স্কুলে তারা তাদের সন্তানদের শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বেই রেখে ছেড়ে যান এইরকম ঘটনা ঘটলে তাদের বাচ্চাদের কিভাবে স্কুলে রেখে যাবেন, কার ভরসায় রেখে যাবে এই প্রশ্নই উঠতে শুরু করেছে। তারা এই ভেবে নিশ্চিন্তে বাড়ি ফেরেন শিক্ষক-শিক্ষিকাদের কাছে নিরাপদে থাকবে তাদের সন্তানরা। কিন্তু রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় সেখানে বাবা মায়েরা কিভাবে পাঠাবেন তাদের সন্তানদের স্কুলে? প্রশ্ন তুলেছেন অভিভাবকরা অভিভাবকরা। কালনা মহকুমা জুড়ে দিনের পর দিন কূল শিক্ষক অশিক্ষক কর্মীরা যদি এই রকম করে কি করে ছাত্র-ছাত্রীরা স্কুলে যাবেন কিম্বা বাচ্চাদের কার ভরসায় স্কুলে রেখে যাবেন এ রকমই চিন্তায় বা প্রশ্ন উঠতে শুরু করেছে কালনা মহকুমা জুড়ে।
অন্য খবর দেখুন
