কলকাতা: সাফল্যের চূড়ায় ‘সিংঘাম এগেইন’ (Singham Again)। নির্মাতারা ‘লেডি সিংঘাম’ এর নতুন ট্র্যাক বাদ দিয়েছেন, যেখানে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পুলিশ শক্তি শেঠির শক্তিশালী ভূমিকা দেখানো হয়েছে। দীপিকার লুকে রয়েছে চমক। তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি। দীপিকা পাড়ুকোন দাপুটে মহিলা পুলিশ অফিসার ‘লেডি সিংঘাম’ অবতারে ধরা দিয়েছেন এই ছবিতে। রবি বসরুর সঙ্গীত এবং কুমারের গান সহ সন্তোষ ভেঙ্কির গাওয়া এই ট্র্যাকটি দীপিকার সাহসী ব্যক্তিত্বকে নিখুঁতভাবে ক্যাপচার করেছে। যদিও চিন্তার কোনও কারণ নেই, পুনরায় গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে।
আরও পড়ুন: অল্লুর সঙ্গে ‘আইটেম সং’-এ জুটি বাঁধছে নয়া মুখ
আগামী শনিবার মুক্তি পেয়েছে রোহিত শেট্টির (Rohit Sehtty) পুলিশ কপ ইউনিভার্সের বহু প্রতীক্ষিত ছবি ‘সিংঘাম এগেইন’ (Singham Again)। যে ছবিটির জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা। তবে এবার সিংহম এগেইনে রয়েছে একাধিক চমক। অজয় দেবগন এবং করিনা কাপুরের পাশাপাশি আরও অভিনয় করছেন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ প্রমুখ। অজয় দেবগন বাজিরাও সিংঘামের চরিত্রে তার আইকনিক ভূমিকার ফিরেছেন এই ছবিতে। অন্যদিকে রণবীর সিংকে তার ইউনিক চরিত্রে দেখা যাবে। খলনায়কের চরিত্রে অর্জুন কাপুর, তাঁর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। ছবিতে ক্যামিও করছেন, সলমান খান, অক্ষয় কুমার। তবে দীপিকা পাডুকোনকে লেডি সিংহমের চরিত্রে দেখতে পাওয়া, ভক্তদের কাছে মুল আকর্ষণ হতে চলেছে।
Rutba kadak, kirdaar bedhadak – #LadySingham🔥💪🏼
Song Out Now!🔗 https://t.co/tjhLLBlVo3#RohitShetty @santoshvenky @RaviBasrur @kumaarofficial @jiostudios @ADFFilms @RelianceEnt #Cinergy @saregamaglobal @PicturesPVR @ajaydevgn #KareenaKapoorKhan @akshaykumar @RanveerOfficial… pic.twitter.com/sIIM7QAeWc
— Saregama (@saregamaglobal) November 5, 2024
অন্য খবর দেখুন