কলকাতা: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জানা গেল দিনক্ষণ। মাধ্যমিক (Madhyamik Examination 2024) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination 2024) ফল প্রকাশিত হবে মে মাসেই। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন,২ মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। ৮ মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ওই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। ১৮ মার্চ শেষ হবে।
আরও পড়ুন: দ্বিতীয় দফা ভোটে যেন কোনও হিংসা না হয়, কড়া বার্তা কমিশনের
এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে। ৯০ দিনের আগেই দু’টি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই প্রশ্ন ফাঁস রোখা ছিল রীতিমতো বড় চ্যালেঞ্জ। পুরো পরীক্ষা চলেছে সিসিটিভি-র নজরদারিতে। তৈরি ছিল আপৎকালীন সহায়তা দল। জেলায় জেলায় খোলা হয়েছিল কন্ট্রোল রুম।
অন্য খবর দেখুন
