skip to content
Wednesday, March 26, 2025
HomeScrollমাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তা পরীক্ষার্থী
Madhyamik Exam 2025

মাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তা পরীক্ষার্থী

স্কুলের বিরুদ্ধে গাফিলতি অভিযোগ অভিভাবকের

Follow Us :

তমলুক: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025)।  বিভিন্ন জেলার ৫০ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডই পায়নি। কিন্তু অ্যাডমিট কার্ড না পাওয়ায় তাদের পরীক্ষা দেওয়া নিয়েই এখন অনিশ্চয়তা! এর মধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের (Rajkumari Santanamoyee Girls’ High School) ছাত্রীর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভুচ্ছেন। স্কুলের গাফিলতির অভিযোগ তুলেছে অভিভাবকরা।

মাধ্যমিক পরীক্ষা বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তার আগেই অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী ও তার পরিবার। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে অবস্থিত রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ঘটনা। স্কুল সূত্রে জানা যায় এই স্কুলে স্বস্তিকা মাইতি নামে দুই ছাত্রী পড়াশোনা করত। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়ও স্কুলে দুই স্বস্তিকা মাইতির রেজিস্ট্রেশন করলেও কিছুদিন পরেই স্কুল ছাড়ে স্বস্তিকা মাইতি যার পিতার নাম মানস মাইতি। এই বছরই প্রথমবার অনলাইনে এনরোলমেন্ট শুরু হয় মাধ্যমিক পরীক্ষার। অনলাইনে ফরম ফিলাপ করার সময় যে স্বস্তিকা মাইতি ওই স্কুলে পাঠরত, তার জায়গায় ভুলবশত যে ছাত্রী স্কুল ছেড়েছেন সেই স্বস্তিকা মাইতির ফরম ফিলাপ করে ফেলে স্কুল কর্তৃপক্ষ। ফরম ফিলাপের পরে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতি স্বাক্ষর করার সময় পাশে অভিভাবকের নাম ভুল থাকা সত্ত্বেও স্বাক্ষর করে দেওয়া হয়েছে।

এরপর গত ৩০ জানুয়ারি ২০২৫ স্কুলে সমস্ত পরীক্ষার্থীর এডমিট আসে। পরদিন ৩১ জানুয়ারি ২০২৫ এডমিট দেওয়ার সময় দেখা যায় যে স্বস্তিকা মাইতি ইতিমধ্যেই স্কুল ছেড়েছেন তার এডমিডে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতির স্বাক্ষর করা অ্যাডমিট এসেছে। এরপরেই নিজেদের ভুল বুঝতে পেরে ১ ফেব্রুয়ারি ২০২৫ স্কুলের পক্ষ থেকে পর্ষদে গোটা বিষয়টা জানান স্কুলের প্রধান শিক্ষিকা। সেখানেও প্রথমে কিছুটা আশ্বাস পেলেও কোন কাজ না হওয়ায় দফতরে মেলে করে পুরো বিষয়টি জানান প্রধান শিক্ষিকা। তারপরেও এখনও পর্যন্ত কোনও সমস্যার সমাধান না হওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তরুণীদের কুপ্রস্তাব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও দেখে গ্রেফতার ১

১০ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তার আগে এমন পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তায় ভুগছে এই পরীক্ষার্থী ও তার পরিবার। স্বস্তিকা মাইতির বাবা শ্যামল মাইতি জানান মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে বড় প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় সাফল্য আনতে অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল মেয়ে স্বস্তিকা মাইতি, কিন্তু স্কুলের এমন গাফিলতি জেরে আদৌ এখন পরীক্ষায় বসতে পারবে কিনা সংশয় প্রকাশ করছেন তিনি। এই বিষয়ে স্কুলের যে গাফিলতি রয়েছে সে কথা স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা আদক। তিনি আরো বলেন আমরা ভুল বুঝতে পারার পরেই সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ওই ছাত্রী এ বছরই পরীক্ষার বসতে পারে। এবছর পরীক্ষায় না বসলে ওই ছাত্রীর মারাত্মক ক্ষতি হতে পারে। অনলাইন পোর্টালে এই প্রথমবার ফরম ফিলাপ হয়েছে তাই বোর্ড এর কাছে আবেদন করব আমাদের আর একটা বারের জন্য শুধু সুযোগ দেওয়া হোক।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sheikh Hasina | ফের সরাসরি বক্তব্য রাখছেন হাসিনা, কী বলছেন শুনুন
00:00
Video thumbnail
Sheikh Hasina | এই প্রথম সরাসরি বক্তব্য রাখছেন শেখ হাসিনা, দেখুন Live
00:00
Video thumbnail
Aishwarya Rai Bachchan | ঐশ্বর্যর গাড়িতে বাসের ধাক্কা, কী অবস্থা? কেমন আছেন ঐশ্বর্য?
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ১০০ দিনের কাজের শ্রমিক ক্রিকেটার মহঃ সামির বোন!
00:00
Video thumbnail
Bangladesh | বাংলাদেশে জরুরী ব‍্যবস্থা প্রসঙ্গে বিরাট মন্তব্য সেনাপ্রধানের, ইউনুস কি গ্রেফতার হবেন?
00:00
Video thumbnail
Dilip Ghosh | ফের বিতর্কিত মন্তব্য দিলীপের, এবার পুতনা দাওয়াই
00:00
Video thumbnail
ED | ইডির মামলায় যিনি অভিযুক্ত তিনিই সাক্ষী, বেনজির ঘটনা ব্যাঙ্কশাল কোর্টে
00:00
Video thumbnail
Israel | পুরো ইজরায়েলে ফের হুথির হা*ম*লা, ধ্বং*সস্তূপে পরিণত হবে ইজরায়েল?
00:00
Video thumbnail
Israel | তছনছ ইজরায়েল ১৮০ রকেট হা*ম*লা, বিশ্বে কী অবস্থা দেখুন
00:00
Video thumbnail
Muhammad Yunus | ইউনুসের মুখে মুক্তিযুদ্ধ আর হাসিনার কথা, কী বললেন শুনুন
11:39:08