আগামী ২৬ ফেব্রুয়ারি রয়েছে মহাশিবরাত্রি (Mahashivaratri)। এমন দিনে বিশেষ পদ্ধতি মেনে শিবের পুজো করা হয়। অনেকেই মহাশিবরাত্রিতে ব্রত রেখে সারাদিন উপবাস করেন।
২০২৫ সালের শিবরাত্রিতে শ্রাবণ নক্ষত্র থাকছে। সেই সময় সন্ধ্যা ৫.০৮ মিনিটে শ্রাবণ নক্ষত্র থাকবে। মহাশিবরাত্রিতে সব বিধি-আচার মেনে শিবপুজো করলে ধন-সম্পদ ও ভালোবাসায় জীবন ভরে ওঠে। এই বছর মহাশিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হবে ২৬ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ১৯ মিনিট থেকে। শুভ সময় থাকবে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রির উপবাস রাখলে ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা ৪৮ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে উপবাস ভাঙতে পারবেন। মহাশিবরাত্রিতে এই তিন রাশির (Horoscope) মহাযোগ (Mahayoga) তৈরি হচ্ছে।
মেষ- আপনার উন্নতির পথ খুলে যাবে। ভাগ্য সাথ দেবে। বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটবে। কেরিয়ার থেকে শুরু করে পারিবারিক, বিবাহ জীবন সুখের হবে। যদি ব্যবসায়ী হন তাহলে নতুন সুযোগ আসবে। আর চাকুরিজীবীদের আয়, উন্নতির ক্ষেত্র প্রশস্থ হবে। পরিশ্রমের পুরো ফল পাবেন। শিবলিঙ্গে জল আর বেলপত্র অর্পণ করতে পারেন। তাতে সাফল্য ঘরে আসতে পারে।
আরও পড়ুন- ভালোবাসার দিবস, প্রেমের জোয়ারে ভাসবে এই পাঁচ রাশি
মিথুন-কেরিয়ারে এগিয়ে অগ্রগতি। প্রচুর সুযোগ। বাড়বে মনোবল। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত। মিথুন রাশির ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে। ব্যবসায় কোনও বড় ডিল পেতে পারেন। এই ডিল থেকে বাড়তি লাভ পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। তাতে আগামীতে লাভ হবে। গুরুজনদের সেবায় মন দিন। শরীর স্বাস্থ্য, মন ভালো থাকবে। যে কাজগুলি এতদিন আটকে ছিল মহাদেবের কৃপায় সেগুলিতে সাফল্য লাভ করবেন। শিবরাত্রির দিন দেবতাকে কালো তিল অর্পণ করুন। মনের ইচ্ছা পূরণ করতে পারেন।
সিংহ- মহাশিবরাত্রি আর্থিক রূপে বহু শুভ ফল দেবে আপনার জীবনে। অর্থ উপায়ের নতুন দরজা খুলে যাবে। ভাগ্যের দ্বার খুলে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এই সময় গাড়ি বা সম্পত্তি কেনার কথা ভাবলে, সেই ইচ্ছা পূরণ হতে পারে। দাম্পত্য জীবনে খুশি আসবে। অবিবাহিতদের ভালো বিয়ের যোগ তৈরি হবে। এই শিবরাত্রির পুজোয় মহাদেবকে মধু অর্পণ করতে পারেন। তাতে পেতে পারেন সাফল্য।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।