কলকাতা: চাইল্ড কেয়ার লিভের (Child Care Leave) ক্ষেত্রে মহিলাদের সমান পুরুষদের ছুটি দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাঁদের কোনওভাবে বঞ্চিত করা যাবে না। আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই ব্যাপারে গাইড লাইন ঠিক করতে হবে বলেও নির্দেশ কোর্টের।
এত দিন মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারা জীবনে ৭৩০ দিন স্ববেতন ছুটি পেতেন। পুরুষরা পেতেন ৩০ দিন। হাইকোর্টের এই রায়ের ফলে এবার পুরুষদের ক্ষেত্রেও মহিলাদের সমান ছুটি দিতে হবে রাজ্যকে। প্রসঙ্গত, পুরুষদের এই ক্ষেত্রে সমানাধিকার দিতে কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে আইন বদল করে। কিন্তু এই রাজ্যে এখনও এই ক্ষেত্রে পুরুষরা বঞ্চিত বলে অভিযোগ করা হয় মামলায়।
আরও পড়ুন: প্রয়াত রাজনীতিক প্রদীপ ঘোষ
আরও খবর দেখুন