কলকাতা: আরজি কর-কাণ্ডে বিতর্কের জেরে সোমবার সকালে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। আর তাঁর এই পদত্যাগে তিন বদলি হল স্বাস্থ্য প্রশাসনে। সন্দীপ অন্য একটি মেডিক্য়াল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তো হলেনই, রদবদল হল আরও দুজায়গায়।
জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে সকালেই আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কারও চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পরে স্বাস্থ্য ভবনে ইস্তফাপত্র জমা দিতে গিয়ে সন্দীপ জানান, শুধু অধ্যক্ষের পদ থেকেই নয়, রাজ্য সরকারি চাকরিই ছেড়ে দিয়েছেন। এরপরেই বিকেলে স্বাস্থ্যভবনের থেকে জারি হওয়া একটি বিজ্ঞপ্তি। সেখানে দেখা যায়, সন্দীপকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়েছে। আর এত দিন কলকাতা ন্যাশনাল মেডিক্যালে যিনি অধ্যক্ষ ছিলেন, সেই অজয়কুমার রায়কে বদলি করা হল স্বাস্থ্য ভবনে ওএসডি হিসেবে। আর আরজি করের অধ্যক্ষ করার হল সুহৃতা পালকে। ঘটনাচক্রে, তিনি এত দিন স্বাস্থ্য ভবনের ওএসডি পদে ছিলেন।
আরও পড়ুন: সকালে ইস্তফা, বিকেলে ন্যাশানাল মেডিক্যালের অধ্যক্ষ পদে সন্দীপ
আরজি কর হাসপাতালে নারকীয় কাণ্ড ঘটে যাওয়ার পর থেকেই আন্দোলনকারীদের নিশানায় সন্দীপ। তাঁর বিরুদ্ধে অভিযোগ বিস্তর। অভিযোগ, ওই হাসপাতালে বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত থাকার। অভিযোগ, হাসপাতালে ন্যক্কারজনক ঘটনাটির তথ্যপ্রমাণ লোপাট করার এবং মৃতার বাড়িতে ফোন করে বলার যে, ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। বলা হচ্ছে, সন্দীপ বলতে পারতেন, ওই যুবতীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তা না-বলে আগ বাড়িয়ে কেন তিনি বললেন, ঘটনাটি আত্মহত্যার।
দেখুন আরও অন্যান্য খবর: