কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) কর্তৃপক্ষের থেকে মহিলা চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনার রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)। মঙ্গলবার সকালেই আরজি কর হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কলেজ এবং হাসপাতালের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল এবং নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন তাঁরা। কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। তাদের পাশে রয়েছে কমিশন। প্রতিনিধি দলের সদস্যরা সেই আশ্বাসও দেয়। কমিশনের সদস্য ডেলিনা খংডুপ জানান, সোমবার লালবাজারের থেকে গোটা ঘটনার রিপোর্ট জমা দিয়েছে কমিশনে। আজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে গোটা ঘটনার তদন্তের রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা।
সোমবারই রাজ্যে এসে পৌঁছেছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আজ, মঙ্গলবার সকালেই তাঁরা আরজি কর হাসপাতালে যান। এদিন কলেজ এবং হাসপাতালের নতুন অধ্যক্ষ সুহৃতা পাল এবং নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন। প্রতিনিধিদলের সদস্য ডেলিনা খংডুপ বলেন, হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে। এটা হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে। তারা কিছুদিন সময় চেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে কড়া নজরদাবি চালাতে। তিনি আরও জানান, আন্দোলনকারীদের আশ্বস্ত করছি কর্তৃপক্ষের তরফে তাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু তারজন্য একটু সময় দিতে হবে।
আরও পড়ুন: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বড় নির্দেশ আদালতের
আরজি করের মহিলা চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনায় তৎকালীন কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গে ডেলিনা খংডুপ বলেন, “এটি খুবই দুর্ভাগ্যজনক। যদি অধ্যক্ষ নিজেই এই ধরনের বিবৃতি জারি করেন তবে এটি দেখায় যে তিনি এই বিষয়ে সংবেদনশীল। খুবই অমানবিক। কমিশনের অন্যতম সদস্য ডেলিনা খনড়ুপ জানান, তাঁরা এই নৃশংস ঘটনার তদন্তের গতিপ্রকৃতি ভাল করে খতিয়ে দেখবেন। পাশাপাশি রাজ্যের গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে জানাবেন বলেও জানান তিনি। তিনি বলেন, পুলিশও তদন্ত করছে। আমাদের রিপোর্টও দিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তাঁরা জাতীয় মহিলা কমিশনে জমা দেবেন। শুধু তাই নয়, প্রয়োজন হলে আরও অতিরিক্ত দিন থেকে, গোটা ঘটনা তাঁরা সবদিক থেকে খতিয়ে দেখবেন বলেও জানা গিয়েছে।
দেখুন ভিডিও