Thursday, December 11, 2025
HomeScrollOTT-তে আসছে রণবীর সিং-এর 'ধুরন্ধর'
Dhurandhar

OTT-তে আসছে রণবীর সিং-এর ‘ধুরন্ধর’

'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়

ওয়েব ডেস্ক:  ১৫০ কোটি টাকারও বেশি আয় করেছে ধুরন্ধর। দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসিত কুড়িয়েছে। আদিত্য ধরের অ্যাকশন ছবিটির দৈর্ঘ্য সত্ত্বেও, এটি হাই-ভোল্টেজ অ্যাকশনে ভরপুর। এখন, এর OTT মুক্তির বিষয়ে বড় খবর। ছবিটি কেবল প্রেক্ষাগৃহে নয়, OTT-তেও আলোড়ন সৃষ্টি করতে চলেছে। কবে আসছে ওটিটিতে দেখুন 

মুক্তির পর থেকেই রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। পরিচালক আদিত্য ধরের এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। রণবীর সিংয়ের স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ সিনেমাটি প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে। এবার OTT-তেও আলোড়ন সৃষ্টি করতে চলেছে। নির্মাতারা একটি প্রধান স্ট্রিমিং পরিষেবার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তিটি বছরের সবচেয়ে বড় ডিজিটাল অধিগ্রহণের মধ্যে একটি বলে জানা গেছে। নেটফ্লিক্স ‘ধুরন্ধর’-এর ওটিটি স্বত্ব অর্জন করেছে। নির্মাতারা ছবিটির জন্য একটি চুক্তি করেছেন। জানা গেছে যে নেটফ্লিক্স প্রায় ১৩০ কোটি টাকা দিয়ে ছবিটির স্বত্ব অর্জন করেছে। ছবিটি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। ছবিটির আনুষ্ঠানিক OTT মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সাধারণত সিনেমাগুলি তাদের প্রেক্ষাগৃহে মুক্তির ৬-৮ সপ্তাহ পরে OTT প্ল্যাটফর্মে আসে। ‘ধুরন্ধর’ ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তাই অনুমান করা হচ্ছে যে ছবিটি নেটফ্লিক্সে ২০২৫ সালের জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে মুক্তি পেতে পারে।

আরও পড়ুন:এক দশক পরে কলকাতায় রহমানের শো, কবে কনর্সাট দেখুন

অন্য খবর দেখুন

Read More

Latest News