ওয়েব ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে (Valentine Day 2025) এলেই প্রেমিক-প্রেমিকাদের মনে উচ্ছ্বাসের ঢেউ ওঠে! একে অপরের হাত ধরে শহর ঘোরা, রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া কিংবা একান্তে সময় কাটানোর মজাই আলাদা। তবে যদি ভিড়ভাট্টা এড়িয়ে ঘরে বসেই ভালোবাসার রসায়নে ডুবে যেতে চান, তাহলে ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে একগুচ্ছ অসাধারণ রোম্যান্টিক ওয়েব সিরিজ! একবার দেখলেই প্রেমের আমেজ আরও বেড়ে যাবে, এমনই ৫টি সেরা ওয়েব সিরিজের তালিকা রইল আপনার জন্য।
১. Mismatched (Season 3) – Netflix
রিশি আর ডিম্পলের প্রেম মানেই প্রেমের মাঠে লড়াই! কলেজের ক্যাম্পাস থেকে স্বপ্ন আর ভালোবাসার দোলাচলে দুলতে থাকা এই সিরিজের তৃতীয় সিজন রোম্যান্সপ্রেমীদের জন্য একদম মাস্ট-ওয়াচ। যদি অসম্পূর্ণ প্রেমের টানাপোড়েন আর সম্পর্কের গোলকধাঁধা দেখতে ভালো লাগে, তাহলে এক্ষুনি লিস্টে রাখুন!
২. Taj: Divided by Blood – ZEE5
মুঘল সাম্রাজ্যের রাজনীতি, ক্ষমতার লড়াই আর প্রেমের রঙ মিশে তৈরি হয়েছে এই ঐতিহাসিক প্রেমগাথা! আকবরের উত্তরাধিকারদের জীবন আর প্রেমের কাহিনি দেখতে দেখতে যেন সময়ের স্রোতে ফিরে যাবেন। চোখ ধাঁধানো সেট, রাজকীয় প্রেম আর অভিজাত ঐতিহ্যের মোড়কে সাজানো এই সিরিজ রোম্যান্সপ্রেমীদের মন ছুঁয়ে যাবে।
৩. Do Gubbare – JioCinema
যারা ভাবেন প্রেম মানেই কেবল তরুণদের ব্যাপার, তারা এই সিরিজ একবার দেখে নিন! মধ্যবয়সী প্রেম, বন্ধুত্ব আর জীবনের নতুন মোড়ের গল্প আপনাকে আবেগে ভাসিয়ে দেবে। সহজ-সরল অথচ গভীর অনুভূতির এই সিরিজ প্রেমের নতুন সংজ্ঞা দিতে বাধ্য!
আরও পড়ুন: ভালোবাসার দিবস, প্রেমের জোয়ারে ভাসবে এই পাঁচ রাশি
৪. Yeh Meri Family (Season 2) – Amazon miniTV
নব্বই দশকের সরল প্রেমের গন্ধে মাখা এই সিরিজে আপনি ফিরে পাবেন আপনার শৈশবের মিষ্টি দিনগুলো। পারিবারিক ভালোবাসা, ছোটখাটো অভিমান আর প্রথম প্রেমের উষ্ণতা নিয়ে আসা এই সিরিজ দেখে চোখের কোনায় জল আসবে, অথচ মন ভরে যাবে এক অদ্ভুত প্রশান্তিতে!
৫. Half Love Half Arranged – Amazon miniTV
একদিকে আধুনিক প্রেম, অন্যদিকে অ্যারেঞ্জড ম্যারেজের দোটানা! যখন একটি মেডিকেল প্রফেশনাল মেয়ে প্রেম আর বাস্তবতার মাঝখানে পড়ে, তখন কেমন হয়? প্রেমের নতুন সংজ্ঞা খুঁজতে চাইলে এই সিরিজ আপনার ভ্যালেন্টাইনস ডে-র পারফেক্ট সঙ্গী হতে পারে!
যারা মনে করছেন প্রেম মানেই শুধু সিনেমার নায়ক-নায়িকার কাজ, তাদের জন্য এই পাঁচটি ওয়েব সিরিজই যথেষ্ট! প্রেমের মাদকতা উপভোগ করতে হলে এই ভ্যালেন্টাইনস ডে-তে ওটিটিতে চোখ রাখতেই হবে!
দেখুন আরও খবর: