নয়াদিল্লি: প্রিভেনশন অফ মানি লন্ডারিং (অর্থ পাচার প্রতিরোধ আইন) (PMLA Case) মামলায় ইডিকে (ED) তীব্র কটাক্ষ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)কে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছে পিএমএলএ অভিযোগের জেরে কতগুলি সাজা হয়েছে, একদিন সেই হিসাব তোমাকে করতে হবে।
আদালত সূত্রে খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং (পিএমএলএ) আইন অনুযায়ী সাজা হওয়ার হার অত্যন্ত কম হওয়ায় সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করে।
আরও পড়ুন: আপ সাম্রাজ্যে ধস, দল ও দিল্লির মন্ত্রীত্ব দুই ছাড়লেন কৈলাশ গেহলট
২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ওই আইন অনুযায়ী বন্দী এক ব্যক্তির জামিনের আবেদনের শুনানিতে মন্তব্য আদালতের। নিকট ভবিষ্যতে যে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
পিএমএলএ মামলা নিয়ে সম্প্রতি বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া জানিয়েছিলেন, বিগত ১০ বছরে প্রায় পাঁচ হাজার পিএমএলএ অভিযোগের জেরে মাত্র ৪০ জনের সাজা হয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল মামলায় আদালতের অভিমত ছিল যে, এমন অভিযোগের ক্ষেত্রে গ্রেফতার করা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে।
আর সেই কারণে এমন অভিযোগে গ্রেফতারের ক্ষেত্রে ইউনিফর্ম বা একই রকম নীতি থাকা প্রয়োজন।
দেখুন অন্য খবর: