মুজফ্রাবাদ: কাশ্মীর (Kashmir Issue) সমস্যার সমাধান নিয়ে বড়সড় বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan Prime Minister Shahbaz Sharif) পাক প্রধানমন্ত্রী তাঁর এক বার্তায় জানিয়েছেন, একমাত্র ভারতের (India) সঙ্গে আলোচনা কাশ্মীর সমস্যা সমাধানের সুষ্ঠু পথ খুলে দিতে পারে।
কাশ্মীর দিবস (Kashmir Day) উপলক্ষে বুধবার পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্রাবাদে (Muzaffarabad is the capital of Kashmir) প্রাদেশিক আইনসভার বিশেষ অধিবেশনে এই কথা বলেন নওয়াজ শরিফ। এদিন পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা কাশ্মীরের সহ সমস্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।
তার পরেই শরিফ এই কথাও বলেন যে, ভারতের উচিত ৫ আগস্ট ২০১৯-এর চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা। ওইদিনই মোদি সরকার (Modi Government ) জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করেছিল। ওই রাজ্যকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল (জম্মু ও কাশ্মীর এবং লাদাখ) পরিণত করেছিল।
আরও পড়ুন: ‘দি ডার্টি ডজন’ বই বিক্রয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহ্যার আলিপুর আদালতের
পাক অধিকৃত কাশ্মীরের আইনসভায় কাশ্মীরিদের ‘ন্যায্য লড়াইয়ের’ প্রতি সমর্থন এবং সহমর্মিতা জানান শাহবাজ।
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে পাকিস্তান বিরোধী আন্দোলন দানা বেঁধেছে। সেই আবহে পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে।
প্রতি বছর ৫ ফেব্রুয়ারি পাকিস্তানে কাশ্মীর দিবস বা কাশ্মীর সংহতি দিবস পালিত হয়। এটি ভারত-অধিকৃত কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের সমর্থন এবং ঐক্য প্রদর্শন, তাদের স্বাধীনতা সংগ্রাম এবং কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করে প্রাণ হারানো কাশ্মীরি শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে।
শাহবাজ শরিফের দাদা নওয়াজ শরিফ সে দেশের প্রধানমন্ত্রী থাকার সময়ে ১৯৯১ সালে এই দিনটির সূচনা করেন। পাকিস্তান এবং আজাদ জম্মু কাশ্মীর জুড়ে মানুষ কাশ্মীর দিবস পালন করে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিন, যা বিশ্বব্যাপী মানুষ, বিশেষ করে কাশ্মীরিরা পালন করে। এই দিনটিতে, কাশ্মীরের মুক্তির জন্য মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দেখুন অন্য খবর: