নয়াদিল্লি: মহাকুম্ভে (Mahakumbh) নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০১৯ তার পর ২০২৪ এবার ২০২৫ সালের মহাকুম্ভে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর স্নানের দিন হিসেবে দিল্লি ভোটের (Delhi Vote) দিককেই বেছে নিয়েছেন তিনি। মহাকুম্ভে বিপর্যয়ের পর আজ মোদির আগমন অবশ্যই তাৎপর্যপূর্ণ।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গঙ্গা পরিদর্শনে দেখা যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কড়া নিরাপত্তা বলয়ে প্রয়াগরাজ (Pryagraj) ।
আরও পড়ুন: দিল্লিতে ভোটদান সেরেই মহাকুম্ভে রওনা মোদির
তারপর ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্যে সঙ্গম ঘাটে ডুব দেবেন মোদি। পৌনে বারোটা নাগাদ বোটে করে এরিয়াল ঘাটে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ডিপিএস হেলিপ্যাডে পৌঁছে প্রয়াগরাজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। আর প্রয়াগরাজ বিমানবন্দর থেকে সাড়ে ১২টায় দিল্লি পাড়ি দেবেন মোদি।
প্রসঙ্গত, ২০১৯ সালে অর্ধকুম্ভের সময়ও প্রয়াগরাজে গিয়ে সঙ্গমে ডুব দিয়েছিলেন প্রধানমন্ত্রী।