ওয়েব ডেস্ক: ফের উত্তরবঙ্গে ঘটল রেল দুর্ঘটনা। প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারল ইঞ্জিন। ঘটনাটি ঘটে কোচবিহারে। কোচবিহারের বামনহাট স্টেশনে এই ট্রেন দুর্ঘটনা ঘিরে ছড়াল আতঙ্ক।
আরও পড়ুন: অবশেষে স্বস্তি, কুলতলির মৈপিঠে খাঁচাবন্দি বাঘ
উল্লেখ্য, গত বছর উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
জানা যাচ্ছে, বামনহাটা স্টেশনে আজ ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা ওপর একটি প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিনটি। যার জেরে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটে আজ সকাল ১০টায়। জানা যাচ্ছে, প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। কিন্তু বারবার ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসায় প্রশ্ন উঠছে রেলের উপর। কেন বারবার একই ঘটনার সাক্ষি থাকতে হচ্ছে জনসাধারণকে? যার জেরে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
দেখুন অন্য খবর