মুম্বই: ভারী বৃষ্টিতে বানভাসি মুম্বই (Mumbai) । সোমবার থেকেই ভাসছে বাণিজ্যনগরী। একটানা বৃষ্টির জেরে শহরের বিস্তীর্ণ অংশ হাঁটুসমান তো কোথাও আবার কোমর সমান জলের তলায়। মঙ্গলবারও মুম্বইয়ে ভারী (Mumbai Heavy Rain) থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। মঙ্গলবারেও অব্যাহত বৃষ্টি (Rain)। মুম্বই, থানে, নবি মুম্বই, পনভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর। ১২ জুলাই পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: আগামিকাল বুধবার রাজ্যে ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
মঙ্গলবারও বন্ধ রয়েছে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল ও কলেজ। মুম্বই বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে।মুম্বই শহরের লাইফ লাইন হিসেবে ধরা হয় লোকাল ট্রেনকে। সেখানেও বেহাল অবস্থা। ফলে যাত্রীরা পড়েছেন প্রবল সমস্যায়। বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ায় মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামাতেও দেরি হচ্ছে। বৃহন্মুম্বই পুরসভার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলা বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির থেকে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে। সমুদ্রসৈকতে না যাওয়ার পরমামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও সমস্যায় পড়লে ১৯১৬ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জল নামানোও যাচ্ছে না। ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
অন্য খবর দেখুন