জলপাইগুড়ি: সামসিং লালিগুরাস (Samsing Laliguras)। এই একটি নামেই এখন মন মজেছে পর্যটকদের (Tourist)। তাই ট্যুরিস্টরা ছুটছেন সেখানে। দুই দিকে উঁচু পাহাড়। মাঝখান দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। বইছে শীতল বাতাস। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র সামসিং লালিগুরাস। শীতে এই পর্যটন কেন্দ্র আরও অপরূপ হয়ে ওঠে । গ্রাম পঞ্চায়েতের তরফে বছর দুয়েক আগে এখানে আই লাভ সামসিং ফলকও বসানো হয়েছে। ওই ফলক পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।
ডিসেম্বরের শুরুতেই এখানে পর্যটকদের আগমন শুরু হয়েছে।এখানে পিকনিক স্পটও রয়েছে ।শুধু পিকনিক করতেই নয়,লালিগুরাসের প্রাকৃতিক সৌন্দর্যের টানে রোজ বিভিন্ন এলাকার মানুষ এখানে ঘুরতে আসা শুরু করেছে। লালিগুরাসে ঘুরতে আসা পর্যটক সাবির হোসেন বলেন,লালিগুরাসের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ।দারুণ জায়গা। এলাকার ব্যবসায়ী রুবেশ থাপা বলেন, ডিসেম্বরের শুরু থেকেই এখানে পর্যটকদের আগমন শুরু হয়েছে। কেউ যাতে এখানে প্লাস্টিক যত্রতত্র না ফেলে তার জন্য জনগণকে সচেতন করছি আমরা। আমরাও পর্যটকদের যাবতীয় পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত।
আরও পড়ুন: এবার পালা শীত বিলাসীদের মুখে হাসি ফোটার
আরও খবর দেখুন