Wednesday, July 2, 2025
HomeScrollপ্রকাশ্যে এল ‘সরজমিন’-এর ফার্স্ট লুক
Sarzameen first look

প্রকাশ্যে এল ‘সরজমিন’-এর ফার্স্ট লুক

কাজল এবং পৃথ্বীরাজকেও ছাপিয়ে গিয়েছে ইব্রাহিমের নতুন লুক

Follow Us :

কলকাতা: : ‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিমের অভিনয় দর্শকদের নজরকাড়তে পারেনি। তবে এবার ‘সরজমিন’ (Sarzameen first look) ছবিতে ইব্রাহিমের লুক দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কাজল (kajal), ইব্রাহিম (Ibrahim Ali Khan) এবং পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaron) অভিনীত এই ছবিটির ফার্স্ট লুক এলো প্রকাশ্যে। এক মিনিটের এই ভিডিয়োয় শুধু অভিনেতা-অভিনেত্রীদের ফাস্ট লুক প্রকাশে এসেছে। ‘সরজমিন’ নিঃশব্দ যুদ্ধের আবেগঘন কাহিনি। তুমুল অ্যাকশন, দেশের বিরুদ্ধে জঙ্গি হানা এবং জঙ্গিদের বিরুদ্ধে সেনাদের লড়াই, এই সবকিছুই ফুটে উঠবে ছবির মাধ্যমে। তবে ছবির যে অন্যতম আকর্ষণ হতে চলেছেন ইব্রাহিম, সেটা মোটামুটি এই ফাস্ট লুক দেখলেই বোঝা যাচ্ছে।

দেশের উপরে বাড়ছে হুমকি, তখন একজন সৈনিকের সামনে এসে দাঁড়ায় সবচেয়ে কঠিন প্রশ্ন—সে কী বেছে নেবে? দেশ, যার জন্য শপথ নিয়েছে, নাকি সেই পরিবার যাকে ভালোবাসে প্রাণ দিয়ে? ‘সরজমিন’ ঠিক এই দ্বন্দ্বের গল্প। প্রকাশ্যে এল এই ছবির ফার্ট লুক। প্রকাশ্যে আনা হয়েছে ছবি মুক্তির তারিখও। আগামী ২৫ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। ইউটিউবে যে ভিডিয়ো পোষ্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, পৃথ্বীরাজ সুকুমারণ একজন সৎ এবং ন্যায় পরায়ন সেনাপ্রধানের চরিত্রে অভিনয় করছেন। কাজল অভিনয় করছেন পৃথ্বীরাজের স্ত্রীর ভূমিকায়। একদিকে পৃথ্বীরাজ ন্যায়পরায়ন কর্মঠ সেনা নায়ক, যার কাছে দেশ সবার আগে। অন্যদিকে কাজল আবেগপ্রবণ একজন মানুষ। কাজল এবং পৃথ্বীরাজকেও ছাপিয়ে গিয়েছে ইব্রাহিমের নতুন লুক। একমুখ দাঁড়ি নিয়ে ইব্রাহিমকে এই ছবিতে সম্ভবত কোনও জঙ্গির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন:বিদ্যা বালনের সাদা শাড়ির স্টাইলিং না দেখলেই মিস

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39