ওয়েব ডেস্ক : একটি বাদ দিলে আমেদের পৃথিবীর (Earth) আকৃতি গোলাকার। টেলিস্কোপ দিয়ে পৃথিবীর বাইরে চোখ রাখলে বাকি গ্রহগুলিকেও একই রকম গোলাকার আকৃতিতেই দেখা যায়। তবে এবার এমন একটি গ্রহের বিষয়ে জানতে পারলেন গবেষকরা, তার সম্পর্কে জেনে অবাক হয়ে যাবেন।
বিজ্ঞানীরা (Scientists) এই নতুন গ্রহকে PSR J2322-2650b নামে ডাকছেন। আর এই গ্রহের আকৃতি হল লেবুর মতোই। ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’ নামের এক জার্নালে এই গ্রহ নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, গ্রহটি যে নক্ষত্রমণ্ডলীর অন্তর্গত, সেই নক্ষত্রকে এটি একবার চক্কর খায় ৭-৮ ঘণ্টায়! ফলে এই গ্রহতে একবছর সম্পন্ন হয়ে যায় ৮ ঘন্টাতেই।
আরও খবর : পাকিস্তানে ফের বড় হামলা তালিবানের! মৃত একাধিক
জানা গিয়েছে, একটি নিউট্রন গ্রহকে কেন্দ্র করে ঘুরপাক খায় গ্রহটি (New Planet)। এই গ্রহে রয়েছে প্রচুর পরিমাণে হিলিয়াম ও কার্বন। সেখানে সবসময় বয়ে বেড়ায় হাওয়া। ফলে গবেষকরা আগে এমন গ্রহের সন্ধান পাননি, যার বায়ু মন্ডলে উপস্থিত রয়েছে আণবিক কার্বনের।
এই গবেষণার প্রধান তদন্তকারী শিকাগো বিশ্ববিদ্যালয়ের মাইকেল ঝাং বলেন, “এটি একটি নতুন ধরণের গ্রহের বায়ুমণ্ডল যা আগে কেউ কখনও দেখেনি। একটি গ্রহে আমরা যে স্বাভাবিক অণুগুলি দেখতে দেখতে পাই, যেমন জল, মিথেন এবং কার্বন ডাই অক্সাইড। তার পরিবর্তে আমরা আণবিক কার্বন, বিশেষ করে C3 এবং C2 দেখেছি।” আর এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে।
দেখুন অন্য খবর :







