জয়ন্ত মজুমদার, পানিহাটি- ফের কাঠগড়ায় নার্সিংহোম (Nursing Home), রোগীর হার্নিয়ার (Hernia) জায়গায় অপারেশন (Operation) হল অ্যাপেনডিক্সের (Appendix) । ভুক্তভোগী রোগী ও তার পরিবার, নার্সিংহোমের প্রতারণার শিকার রোগী।
পানিহাটি (Panihati) ১ নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস হার্নিয়া অপারেশনের (Operation) জন্য পানিহাটি হাসপাতালে গিয়েছিল। সেই হাসপাতালের ডাক্তার বিশ্বজিৎ দাস রোগীকে তার নার্সিংহোমে অপারেশন করানোর জন্য নিয়ে যায়। স্বাস্থ্য সাথীর (Swasthya Sathi) মাধ্যমে এই অপারেশন করানো হবে বলে আশ্বাস দেন।
সেই মত রোগী বিশ্বজিৎ দাস, চিকিৎসক বিশ্বজিৎ দাসের নার্সিংহোমে ভর্তি হন হার্নিয়া অপারেশনের জন্য। কিন্তু নার্সিংহোমে রোগীর হার্নিয়া অপারেশনের জায়গায় অ্যাপেনডিক্সের জায়গার অপারেশন করে দেওয়া হয় বলে অভিযোগ। অপারেশনের কিছুদিন পর রোগী বুঝতে পারেন তার হার্নিয়ার জায়গা উঁচু লাগছে। তারপর নার্সিংহোমের মালিক ডাক্তার বিশ্বজিৎ দাসকে বারংবার বলা সত্বেও তাকে শুধু ভয় দেখিয়ে দিনের পর দিন ঘুরিয়ে যায়।
তারপর যখন তার হার্নিয়ার জায়গায় ব্যথা বাড়তে থাকে। তখন পরিবারের লোক তাকে নিয়ে গিয়ে ইউএসজি করায়। সেই ইউএসজি রিপোর্টে জানা যায় ‘হার্নিয়া’ হার্নিয়ার জায়গাতেই রয়ে গেছে। কোনও অপারেশন হয়নি।
আরও পড়ুন- শিয়ালদহে চলবে নতুন ৩টি লোকাল ট্রেন
হার্নিয়ার জায়গায় অপারেশন করে দিয়েছে অ্যাপেনডিক্সের। স্বাস্থ্য সাথীর কার্ডে হার্নিয়া অপারেশন হয় না। হার্নিয়ার অপারেশন হলে স্বাস্থ্য সাথীতে হাসপাতাল কোনও টাকা পাবে না।।তাই স্বাস্থ্য সাথী থেকে টাকা পাওয়ার জন্যই হার্নিয়ার জায়গায় অপারেশন হয়েছে অ্যাপেন্ডিক্সের, এমনটাই অভিযোগ রোগী বিশ্বজিৎ দাসের।
ভুল চিকিৎসার ফলে চরম সমস্যায় রোগী বিশ্বজিৎ দাস। ভুল অপারেশনের ফলে সম্পূর্ণ কাজকর্ম বন্ধ বিশ্বজিৎ দাসের। শারীরিক ক্ষতির পাশাপাশি অর্থের চরম ক্ষতি হয়েছে।
এই বিষয়ে নার্সিংহোমের চিকিৎসক বিশ্বজিৎ দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। ভুল অপারেশন হওয়া রোগী বিশ্বজিৎ দাসের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, এই সমস্ত নার্সিংহোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। যাতে পরবর্তী সময় বিশ্বজিৎ দাসের মতো কোনও মানুষ এই নার্সিংহোমের প্রতারণার খপ্পরে না পড়ে।
দেখুন আরও খবর-