কলকাতা: হালকা শীতের আমেজ মোড়া এক সকাল। গাছের নতুন পাতা আর মিঠে হাওয়া জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। বাতাসে প্রেম, এই মরসুম মন ভালো করা পোস্ট সোহিনী সরকারের (Sohini Sarkar)। শীতের বিদায় বেলায় ছবি পোস্ট করে বসন্তকে আহ্বান সোহিনীর।
সোহিনী সরকার ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। শোভন ও সোহিনী একে অপরকে জড়িয়ে দুজনই নতুন জীবন শুরু করেছেন। অভিনয়ের পাশাপাশি সোহিনীর ফ্যাশন সেন্স সকলকে মুগ্ধ করে। শাড়ি হোক অথবা পাশ্চাত্য পোশাক, সবেতেই সোহিনী নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখেন। তাঁর স্টাইল স্টেটমেন্ট যে কোনও কাউকে মুগ্ধ করবে। সোহিনী সরকারের স্টাইলিং ও সৌন্দর্য বারবার তাঁর অনুরাগীদের মন আকর্ষণ করে। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট দেখেও চোখ ফেরানো হয় দায়। আর বসন্তে অভিনেত্রীর মনপ্রান জুড়ে লেগেছে প্রেমের উষ্ণ ছোঁয়া। তার আভাস মিলেছে সোহিনীর লুকে। নায়িকার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে বসন্তকে আহ্বান করে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীকে দেখা গিয়েছে সাদা শার্ট খাকি স্কাটের সঙ্গে লাল হাফ সোয়েটার পরে পোজ দিয়েছেন অভিনেত্রী। একছবিতে দেখা গিয়েছে গাছ ভর্তি ফুলের মাঝে নায়িকা। মিঠে রোদ গায়ে মেখে উপভোগ করছেন সোহিনী। নায়িকার এই ছবিতে মুগ্ধ অনুরাগীরা।
অন্য খবর দেখুন