skip to content
Sunday, February 9, 2025
HomeScrollফের বীরভূমেই আক্রান্ত হলেন উর্দিধারী
Birbhum

ফের বীরভূমেই আক্রান্ত হলেন উর্দিধারী

ইটের আঘাতে একজন পুলিশ কর্মী গুরুতর আহত

Follow Us :

বীরভূম: বীরভূমেই আক্রান্ত হলেন উর্দিধারী। রবিবার লাভপুরের (Labhpur) হাতিয়া গ্রাম আক্রান্ত হয় লাভপুর থানার ৩ জন পুলিশ কর্মী। ভাঙচুর করা হয় গাড়ি। তারপর সোমবার লাভপুর থানার পুলিশ ইটের আঘাতে আহত হলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, লাভপুরের হাতিয়া পঞ্চায়েতের লায়েকপুর থেকে সিউড়ি পর্যন্ত একটি বাস যাতায়াত করে। সেই বাসটি এদিন সন্ধ্যায় সিউড়ি থেকে লাভপুরের লায়েকপুরের দিকে আসছিল। তখন বাসের এক যাত্রী লাভপুরের চৌহাট্টার কাছে বাস থেকে নামার চেষ্টা করলে বাস থেকে পড়ে যায়। তারপর ওই যাত্রী গ্রামের বাড়িতে খবর দিলে তাদের পরিবারের লোকজন বাসটিকে আটকে বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের সঙ্গে বচসাই জড়িয়ে পড়ে। তারপর, পরিবারের লোকজন ও বাসের ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তারপর, বাস মালিকের লোকজন লাঘষা গ্রামে গিয়ে উপর গোষ্ঠীর লোকজনকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যায় লাভপুর থানা পুলিশ। তারপর, পুলিশের উপর চড়া হয় বাস মালিকের লোকজনরা। এই ঘটনায় ইটের আঘাতে একজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। ঘটনাস্থলে যায় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন: স্কুলের সামনেই ছাত্রীকে উত্যক্ত, প্রতিবাদ করায় মাথা ফাটল বাবার

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় হাতিয়া গ্রাম সংলগ্ন অমৃতবাঁধ এলাকায় টহল দিচ্ছিল লাভপুর থানার পুলিশ। ওই এলাকাতেই নকল কয়েনের ব্যবসা চলছে বলে খবর মেলে। সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযানে যায় পুলিশ। নকল কয়েন ব্যবসায়ী পুলিশকে তাড়া করেন। হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন তাঁরা। সেই ইটের ঘায়ে ভাঙে পুলিশের গাড়ির কাচ, আহত হন এক পুলিশকর্মীও।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular