কলকাতা: এককাপ চায় তোমাকে চাই…তোমাকে চাই, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক গান… দীর্ঘ তালিকায় রোজই বেড়েছে নিত্য নতুন তকমা। বিতর্ক কম হয়নি? সেই বর্ণময় জীবনকে এবার পর্দায় তুলে ধরতে চরেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। কবীর সুমনের (Kabir Suman) ‘তোমাকে চাই’ তৈরির জার্নি নিয়েই বানাতে চলেছেন বায়োপিক (Kabir Suman’s biopic)। সেই নিয়ে আবেগের জোয়ারে ভাসছে ম্যাডলি বাঙালি। নিজের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattachary) পছন্দ ‘নাগরিক কবিয়াল’-এর।
আরও পড়ুন: ছোট্ট কালো টপে বোল্ড লুকে মনামী
তোমাকে চাই- একটা গান যেন নিজেই হয়ে উঠেছে ইতিহাস। গানের ইতিহাস আসলে সুমনের জীবনের ইতিহাস। সৃজিতের সৌজন্যে ইতিহাসের সেই পথচলা এবার সিনেমার পর্দায়। ‘সুমনের গান, সুমনের ভাষ্য’ এক সময় সকলেই মন দিয়ে পড়েছেন। এবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) কবীর সুমনের বায়োপিক আনতে চলেছেন। সৃজিত জানিয়েছেন তিনি কবীর সুমনকে নিয়ে বহুদিন ধরেই ছবি করার কথা ভাবছেন। তোমাকে চাই গানটি তৈরির সফরটা পর্দায় তুলে ধরতে চাইছি।’ নিজের বায়োপিক প্রসঙ্গে চর্চা শুনে কবীর সুমন জানিয়েছেন সৃজিত যদি বানায় আমার তাতে কোনও আপত্তি নেই। ও ভাল ছেলে। ভাল পরিচালক। বরং তিনি ভরসা করেন সৃজিত মুখোপাধ্যায়কে। পরিচালককে স্নেহ করে নিজের ‘বড় ছেলে’ বলেও ডাকেন সুমন। সুমন এও জানিয়েছেন যে তিনি এই ছবিতে তাঁর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattachary) ভাবছেন। সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটির সময় থেকেই অনির্বাণ ভট্টাচার্য এবং সৃজিত মুখোপাধ্যায়ের দূরত্ব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এবার সেই ‘দূরত্ব’ মিটতে চলেছে? কবীর সুমনের হাত ধরে কি মিটবে দূরত্ব? এমন প্রশ্ন টলিপাড়ার অন্দরে।
অন্য খবর দেখুন