তমলুক: পটাশপুরে (Patashpur) ১২ বছরের কিশোরকে (Teenager) খুনের (Death) সন্দেহে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করলো প্রতিবেশীরা। পটাশপুর – বালিচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার পটাশপুরে কিশোরকে খুনে সন্দেহজনক অভিযুক্তের বাড়ি ভাঙচুর করলো প্রতিবেশীরা। পটাশপুর – বালিচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুর ১ নং ব্লকের নৈপুরের ১২ বছর বয়সী ওই কিশোর গতকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওই কিশোরের পরিবারের লোকজন পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে
নৈপুর এলাকার অভিজিৎ দাস নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে আটক করে পটাশপুর থানার পুলিশ।
আরও পড়ুন: রাজভবনে ক্রিকেট খেলা দেখতে পারবেন জনতা
শনিবার নিখোঁজ কিশোরের ব্যাগ বন্দী মৃতদেহ উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুর এলাকার কৃষি জমি থেকে। খুন করে দেহ লোপাট করা হয়েছে এই সন্দেহে অভিজিৎ দাস নামে ওই ব্যক্তির বাড়ি ও গাড়ি ভাঙচুর করে প্রতিবেশীরা। সেই সঙ্গে পটাশপুর-বালিচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও খবর দেখুন