কলকাতা: “যতই নাড়ো কলকাঠি আবারও ২০২৬-এ নবান্নে হাওয়াই চটি…”। কদিন আগেই আত্মবিশ্বাসী সুরে বলেছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর এবার তাঁর নয়া পদক্ষেপ চারদিকে হইচই ফেলে দিল। মাথায় চুল কম থাকায় টাক পড়ে গিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের একত্রিত করে সংবর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
এদিন ক্যানিং পূর্বের বিধায়কের উদ্যোগে ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের প্রায় ১০০ জন টাক পড়া মানুষকে একত্রিত করা হয়। তাঁদের একটি করে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার দিলেন বিধায়ক নিজে।
কিন্তু এই অভিনব উদ্যোগ কেন? বিধায়ক মনে করেন, যাদের মাথায় চুল নেই, টাক পড়ে গিয়েছে, তাদের বুদ্ধি বেশি। সেই কারণে বুদ্ধিজীবী হিসেবে এই সমস্ত মানুষদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে।
আরও খবর দেখুন: ভারী বৃষ্টিতে বঙ্গ জুড়ে দুর্যোগ, বিপর্যয়ের মুখে সুন্দরবন!
এদিনের কর্মসূচিতে হাজির করানো হয়েছিল ১০০ জনকে। এদের মধ্যে কারও মাথাজোড়া টাক, কারও কপালের দু’দিকের অল্প চুল হালকা হয়ে গিয়েছে। আবার কারও সামনে টাক, কারও আবার মাথার পিছনের দিকটা ঠিকঠাক। তবে অনুষ্ঠানের শেষে সকলের মুখেই হাসি। সবার হাতে নতুন পাঞ্জাবি আর লাল গোলাপ।
দেখুন আরও খবর: