skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeScrollকাল বাংলার শেষ দফার ভোট বৃষ্টি ব্যাঘাত ঘটাবে?
Weather Update

কাল বাংলার শেষ দফার ভোট বৃষ্টি ব্যাঘাত ঘটাবে?

শনি থেকে মঙ্গল, টানা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

Follow Us :

কলকাতা: শনিবার রাজ্যে শেষ ও সপ্তম দফার নির্বাচন। শেষ দফায় রাজ্যের ৯ হেভিওয়েট কেন্দ্রে ভোট রয়েছে। সপ্তম দফার ভোটের দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ( Weather Update)। ওই দিনই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Thunderstorm in South Bengal) পূর্বাভাস। বৃষ্টিতে ভোট প্রক্রিয়া ব্যহত হতে পারে বলে মনে করছে কমিশন। শনিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোটগণনার দিনও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। ১ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১ থেকে ৪ জুন দক্ষিণের বেশি জেলায় বজ্রপাত ও ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে ২ তারিখ সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে।বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চারদিন। আগামী ৫ ও ৬ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে আগাম পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আরও পড়ুন: আগামিকাল বাংলায় তৃণমূলের ৯ শক্ত ঘাঁটিতে ভোট

রবিবারের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। তবে সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

ইতিমধ্যেই নির্ধারিত সময়ের দুদিন আগেই কেরলে ঢুকেছে বর্ষা। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৭ দিন আগে প্রবেশ করেছে বৃষ্টির মরসুম। আগামী এক দুই দিনের মধ্যে বাংলার উত্তরভাগে ও সিকিমে প্রবেশ করবে বর্ষা। জুন মাসের ১০ তারিখের মধ্যে গোটা বাংলাতেই বর্ষা ঢুকে যাবে। দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টি হচ্ছে।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular