ডানকুনি: রোগীর “স্বাস্থ্যসাথী কার্ড” থাকা সত্ত্বেও চিকিৎসা করতে অস্বীকার। অভিযোগ ডানকুনির একটি নার্সিংহোমের বিরুদ্ধে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা খরচের টাকা নেওয়ার অভিযোগ রোগীর পরিবারের তরফ থেকে (Refuse swasthya sathi card)।
কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ডানকুনির ওই নার্সিংহোমে ভর্তি করা হয় কালীপুরের বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা অবলা বাগকে। তখন অবশ্য তাঁর স্বাস্থ্যসাথী কার্ড ছিল না। গতকাল সেই কার্ড হাতে পান রোগীর বাড়ীর লোক। এতদিন চিকিৎসার খরচ বহন করার পর, আজ থেকে বৃদ্ধার নামে “স্বাস্থ্যসাথী” কার্ডে চিকিৎসা চাইতে যান আত্মীয়রা।
এতদিন রোগীর চিকিৎসা বাবদ নার্সিংহোম কর্তৃপক্ষকে ৫১,০০০ টাকার বিল মিটিয়েও দেন তাঁরা। কিন্তু, অভিযোগ, আজ রোগীকে অন্যত্র নিয়ে চলে যেতে বলে নার্সিংহোম কতৃপক্ষ। রোগীর পরিবার অবশেষে বিল পেমেন্ট করে অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করেন।
আরও পড়ুন: Balurghat: প্রেমে বাধা, দিদিমাকে খুনের অভিযোগে গ্রেফতার নাবালিকা নাতনি ও প্রেমিক
রোগীর নামে “স্বাস্থ্যসাথী” কার্ড থাকা সত্ত্বেও কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না, তার কোনও কারণ অবশ্য দেখাতে পারেনি কর্তৃপক্ষ। রোগীর পরিবারের তরফ থেকে শেষ পর্যন্ত চন্দননগর পুলিস কমিশনারেট, ডানকুনি থানা ও ডানকুনি পুরসভাসহ স্থানীয় বিধায়ক, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আস্বস্ত করা হয়েছে প্রশাসনের তরফে।