মুম্বই : পিকু এবং গুলাবো সিতাবো(Piku & Gulabo Sitabo) ছবিতে সুজিত সরকারের(Shoojit Sircar) পরিচালনায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)।বিগ বি(Big B)-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে দুর্দান্ত তা বারবার স্বীকার করে নিয়েছেন মুম্বইয়ের অন্যতম বাঙালি পরিচালক।এবার সুজিত সরকারের ছবিতে কাজ করার পালা ছোটে বচ্চনের(Chote Bachchan)। ভিকি ডোনর(Vicky Donor) খ্যাত পরিচালকের সঙ্গে যে দুর্দান্ত লাইফ ড্রামা ফিল্মে(Life Drama Film) জুটি বাঁধছেন অভিষেক,এমনটা কিন্তু জানা গিয়েছিল কয়েকমাস আগেই।সদ্যই জানা গিয়েছে,অগস্টেই নতুন ছবির শ্যুটিং শুরু করতে চান সুজিত সরকার।ভারতে নয় ছবির সিংহভাগ শ্যুটিং হবে আমেরিকার(United State Of America) নানা শহরে।এবং অভিষেককে নিয়ে ছবির প্রথম পর্বের শ্যুটিং মার্কিন মুলুকেই সারবেন সুজিত সরকার।প্রযোজক রনি লাহিড়িকে(Ronnie Lahiri) সঙ্গে নিয়ে ইতিমধ্যেই নাকি শ্যুটিংয়ের রেইকিও সেরে ফেলেছেন পরিচালক।অবশ্য এখনই ছবির শ্যুটিং শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই কারণ, পরিচালক সুজিত সরকার এবং ছবির মুখ্য তারকা অভিষেক বচ্চন দুজনেই এখন বেজায় ব্যস্ত একাধিক প্রজেক্ট নিয়ে।
সমস্ত কাজ শেষ করে অগস্ট মাসে শ্যুটিংয়ের জন্য ইউএসের উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা।ছোটে বচ্চনের ছবিতে অভিনয় করবেন একঝাঁক বলিতারকা। দেখা যাবে বেশ কিছু টলিপাড়ার শিল্পীকেও।যদিও কে কে সুজিতের নতুন ছবিতে থাকছেন সেই নিয়ে চলছে জোর জল্পনা।