কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পুজোর আগেই খুশির খবর। ফের কিছুটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। এর আগে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। বৃহস্পতিবার দাম কমায় তা কমে দাঁড়িয়েছে ১৯৯৫.৫০ টাকা। দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১৮৮৫ টাকা। মুম্বাই এবং চেন্নাইয়ে দাম কমেছে ৯২.৫০ ও ৯৬ টাকা। তবে সব থেকে বেশি দাম কমেছে কলকাতাতে।
বিভিন্ন রেস্তোরাঁগুলিতে রান্নার কাজে এই বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এদিন গ্যাসের দাম কমায় খাবারের দামও কমতে পারে বলে মনে করছে অনেকে। চলতি বছরে এই নিয়ে পাঁচ বার বাণিজ্যিক গ্যেসের দাম কমল। মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয় ২ হাজার ৩৫৪ টাকা। ফের জুন মাসে দাম কমানো হয়। জুলাইতেও বেশ খানিকটা কমে গ্যাসের দাম হয় ২০১২.৫০ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও রান্নার গ্যাসের দাম কমেনি। যে কারণে সাদারণ মধ্যবিত্তদের চিন্তার ভাঁজ কপালে।
আরও পড়ুন: পেপারওয়েট নিয়ে আদালতে আসি না, বিচারপতিদের শপথ অনুষ্ঠানে বললেন অরুণাভ