skip to content
Wednesday, January 22, 2025
HomeCurrent NewsPortugal: রোনাল্ডোর দেশে ভারতীয় পর্যটকের মৃত্যু, ইস্তফা স্বাস্থ্যমন্ত্রীর

Portugal: রোনাল্ডোর দেশে ভারতীয় পর্যটকের মৃত্যু, ইস্তফা স্বাস্থ্যমন্ত্রীর

Follow Us :

লিসবন: ক্রিশ্চেয়ানো রোনাল্ডোর দেশে ভারতীয় পর্যটকের মৃত্যু। আর তাতেই ইস্তফা দিলেন পোর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী। লিসবনে হাসপাতালে স্থানান্তরের সময়ে মৃত্যু হয় এক গর্ভবতী ভারতীয় মহিলার।

জানা গিয়েছে, লিসবনের এক হাসপাতাল থেকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই ওই মহিলা হৃদরোগে আক্রান্ত হন। অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তাঁর। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, লিসবনে ঘুরতে গিয়েছিলেন ওই গর্ভবতী মহিলা। সেখানেই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি তাঁকে প্রথমে সান্টিয়া মারিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিওন্যাটোলজি বিভাগ ভর্তি থাকায় তাঁকে অ্যাম্বুলেন্সে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু মাঝপথেই ওই মহিলা হৃদরোগে আক্রান্ত হন। এরপর এমার্জেন্সি বিভাগে শিশুটিকে প্রসব করানো হয়।

আরও পড়ুন: LPG Cylinder: ফের কমল বাণিজ্যিক গ্য়াসের দাম, কলকাতায় কত জানুন

এই ঘটনাটি সামনে আসার পরই পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্টা টেমিডো নিজের ইস্তফাপত্র জমা দেন। স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, টেমিডো নিজের মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন। কারণ, তিনি বুঝতে পেরেছেন যে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা নেই আর তাঁর। সম্প্রতিই তিনি এমার্জেন্সি ওবস্টেরিক সার্ভিস বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছিলেন। এর জেরেই গর্ভবতী মহিলাদের প্রাণের ঝুঁকি নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। মঙ্গলবার ওই ভারতীয় মহিলার মৃত্যুর পরই তিনি স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টা স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফাপত্র গ্রহণ করেছেন এবং দীর্ঘদিনের পরিষেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।

RELATED ARTICLES

Most Popular