Tuesday, July 1, 2025
Homeরাজ্যস্থলভাগে আছড়ে পড়ল যশ

স্থলভাগে আছড়ে পড়ল যশ

Follow Us :

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যশ তার গতি বাড়িয়ে নির্ধারিত পথেই ধেয়ে এসে ওড়িশার বালাসোরের দক্ষিণে ধামড়া অঞ্চলে সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ আছড়ে পড়েছে স্থলভূমিতে। এ খবর জানালেন পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই প্রক্রিয়া চলবে ৩ ঘন্টা ধরে। সাইক্লোনের আই এই মুহূর্তে স্থলভাগে ঢুকে  পড়লে এই ধংসলীলা আরও বাড়বে। স্থলভাগে আছড়ে পড়ার এই প্রক্রিয়া চলবে ঘন্টা তিনেক  ধরে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ও জলোচ্ছ্বাসে সমুদ্রের পাশের নারকেল গাছ ও তালগাছের ওপর দিয়ে জল বইছে। যা এখানকার বাসিন্দারা কখনও দেখেননি বলে জানিয়েছেন। এর আগে আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছিল আজ বুধবার সকাল ১০টা নাগাদ তা ওড়িশার ধামড়াতে আছড়ে পড়তে চলেছে। কিন্তু তার ৪৫ মিনিট আগেই আছড়ে পড়লো যশ। যশের জেরে উত্তাল সমুদ্র। মাঝরাত থেকেই দীঘা মন্দারমণি, তাজপুর প্রভৃতি অঞ্চলে বাঁধ উপছে সমুদ্রের গার্ড ওয়াল টপকে জল ঢুকছে। নিরাপত্তার কারণে এরই মধ্যে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সজাগ রয়েছে সেনা সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সকাল ৮টার সময় আলিপুর আবহাওয়া দফতর থেকে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যশ দীঘা থেকে ৮০ কিমি দূরে অবস্থান করছিল। যা সকাল ১০টা নাগাদ স্থলভূমিতে অছড়ে পড়বে।

সকালের আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, ওড়িশার ধামড়া থেকে মাত্র ৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল যশের কেন্দ্রস্থল। পারাদ্বীপ থেকে ৯০ কিমি পূর্ব এবং উত্তর-পূর্বে রয়েছে যশ। পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে যশ। এরই মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। এর জেরে বিভিন্ন নদীতে বেড়েছে জলস্তর। বাংলার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া হুগলি, সহ বিভিন্ন অঞ্চলে নদীর জল দু পাড় ছাপিয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। একদিকে ভরা কোটাল, তার ওপরে পূর্ণিমা। যার ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে গ্রামে জল ঢুকেছে। সুন্দরবনের বেশ কিছু অঞ্চল নদীর জলোচ্ছ্বাসে ডুবে গেছে। যশের জেরে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৮টা থেকে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে। কলকাতায় অতিরিক্ত নিরাপত্তা হিসাবে ৮টি উড়ালপুলে যান চলাচল বন্ধ করা হয়েছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় কিছু জায়গায় গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। সেনা এনডিআরএফের জওয়ানরা তা সরাতে মাঠে নেমে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরারাত নবান্নে উপস্থিত থেকে রাজ্যের প্রতিটি মুহূর্তের খবর মনিটরিং করছেন। প্রয়োজনে জেলাশাসকদের নির্দেশ দিচ্ছেন। তবে আমফানের মতো ধংসলীলা কলকাতার বুকে চালাবে না যশ বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জেরে নিচু জায়গায় জল জমতে পারে। তার জন্য প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা। সেখানেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন বরো এলাকায় দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। প্রতস্তুত রাখা হয়েছে বিদ্যুৎ দফতরের সব আপৎকালীণ বিভাগকে। বিদ্যুৎ দফতরা কন্ট্রোল রুমে রয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতায় সিইএসসি’র তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সব মিলিয়ে প্রশাসন প্রস্তুত। যশের ধংসলীলা থেকে রাজ্যবাসীকে উদ্ধার করতে সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন রাজ্যের অনেক এলাকায় নদী বাঁধ ভেঙ গ্রামে জল ঢুকছে। এখনও পর্যন্ত ১১ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতির দিকে খবর রেখে আরও মানুষকে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ চলছে। তিনি সবার কাছেই অনুরোধ করে বলেন, ‘সরকার না বলা পর্যন্ত সবাই সাবধানে থাকুন। নিজের জীবন বাঁচান। সম্পত্তি হয়তো ফিরে পাওয়া যাবে। কিন্তু জীবন চলে গেলে তা ফিরে পাওয়া যাবে না। তাই সবাই একটু প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। করোনার বিধি মেনে সবাই নিরাপদ জায়গায় চলে যান। যাতে প্রাণহানির মতো দুর্ভাগ্যজনক ঘটনা যেন না ঘটে। রাজ্যবাসীর পাশে প্রশাসন সব সাহায্য নিয়ে প্রস্তুত রয়েছে।’ কিন্তু বুলবুল, আমফান এবার যশ বারবার প্রাকৃতিক এই দুর্যোগের জেরে উপকূলবর্তী একার মানুষদের চোখের জল বাধ মানছে না। কোন রকম সহায়তার আশ্বাসে তাঁরা অশ্বস্ত হতে পারছেন না। স্থানীয় প্রাশাসনের আধিকারিক ও কর্মীরা তাঁদের বুঝিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এখন এই যশ আছড়ে পড়ার পর কতটা ক্ষয়ক্ষতি হয় তা এখন দেখার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Video thumbnail
Muzaffarnagar | হিন্দুত্ববাদী ব/র্ব/রতা, রেস্তোরাঁয় ঢুকে জানতে চাওয়া হচ্ছে কর্মীদের ধর্মীয় পরিচয়
01:38:10
Video thumbnail
TMC | CPIM | খড়গপুরে বামপন্থী নেতাকে মা/র তৃণমূল নেত্রীর, ধু/ন্ধুমা/র কাণ্ডে বিরাট অভিযোগ
01:18:10
Video thumbnail
Kasba Incident | মনোজিতকে নিয়ে বি/স্ফো/রক এই প্রাক্তনী, দেখুন চাঞ্চল্যকর এই ভিডিও
01:36:31
Video thumbnail
India-Pakistan | ভারত-পাক সংঘ/র্ষে বিরাট মন্তব্য ভারতের নৌসেনা অফিসার ক্যাপ্টেন শিবকুমারের
01:17:05
Video thumbnail
Kasba Incident | বিগ ব্রেকিং, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ল' কলেজের ক্যাম্পাস
37:20
Video thumbnail
India-America | ভারতের ওপর শুল্ক হু/মকি, কত শতাংশ? দেখুন বড় খবর
57:56
Video thumbnail
India-America | ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, শুল্কে কত ছাড় পাবে ভারত? দেখুন বড় খবর
01:45:15
Video thumbnail
Kasba Incident | সাংবাদিক বৈঠকে সাউথ ক্যালকাটা ল' কলেজের পড়ুয়ারা, দেখুন সরাসরি
01:10:41
Video thumbnail
Weather Update | প্রবল দুর্যোগ, ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়? কবে মুক্তি?
03:46:35
Video thumbnail
Kolkata Metro | অফিস টাইমে ফের মেট্রো বিভ্রা/ট, প্রবল বৃষ্টিতে লাইনে জল, ব্যাহত আংশিক পরিষেবা
03:28:35

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39