লুসেল: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) শুরুতেই বলেছিলেন টুর্নামেন্ট শেষে নীল-সাদা জার্সি তুলে রাখবেন। বিষাদে মন ভারাক্রান্ত হয়েছিল মেসি ভক্তদের। কিন্তু বিশ্বকাপ জয়ের পরই অবসর জল্পনায় লিওনেল মেসি (Lionel Messi) কার্যত ইতি টানলেই বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কাপ (World Cup) হাতে মেসি বলেন, “ট্রফি নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এর থেকে বেশি আর কিছু চাইতে পারি না। কোপা আমেরিকার পর বিশ্বকাপ। ভাবতেই পারছি না। এর পর কী হবে? এখনই বলতে পারব না। ফুটবল খেলতে ভালবাসি। জাতীয় দলের হয়ে খেলা আমাদের কাছে গর্বের। আশা করি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরও কয়েকটা ম্যাচ খেলব। তার পর অবসর নেব।”
বিশ্বকাপ জয়ের রাতেই মেসি জানিয়েছেন, ‘‘যে ভাবে ফুটবল জীবন শেষ করতে চেয়েছিলাম, সে ভাবেই শেষ করতে পারছি। এই একটা জিনিসই আমার ছিল না। আর কিচ্ছু চাই না আমার।’’
আরও পড়ুন: Qatar World Cup: মেসি, মারাদোনা এবং অমরত্ব…
বিশ্বকাপ জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। বলে গেলেন, ‘আমি আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি। এই জয় ওদেরও। ওরাই আমাদের শক্তি। একটানা সমর্থন করে গিয়েছেন ওরা। ওদের জন্যই এত দূর আসা। এই জয়।’
পাশাপাশি আর্জেন্তিনার কোচ স্কালোনি বলেন, ”পরবর্তী বিশ্বকাপের জন্য আর্জেন্তিনা স্কোয়াডে মেসি থাকবেন, যদি ওঁ খেলতে চায়। ওঁর মত প্লেয়ারের কোচ হওয়াটাও ভাগ্যের ব্যাপার।”