Wednesday, July 2, 2025
HomeখেলাWorld Cup-Kapil Dev: বিশ্বকাপ জিততে কপিলের মন্ত্র

World Cup-Kapil Dev: বিশ্বকাপ জিততে কপিলের মন্ত্র

Follow Us :

 দিল্লি: আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের (World Cup) আসর। এবার বিশ্বকাপ জেতার জন্য যে ঝাঁপাবে টিম ইন্ডিয়া(Team India) সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ নজর যেসব ক্রিকেটারের ওপর থাকবে তাঁরা হলেন- বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু শুধু গুটি কয়েক ক্রিকেটারের ওপর নির্ভর করলেই হবে না। বিশ্বকাপ জিততে গেলে খেলতে হবে টিমগেম। অন্তত এমনটাই মনে করছেন বিশ্বকাপ জয়ী প্রথম ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। তিনি বলেন,‘আমরা যদি মনে করি ২-৩ জন ক্রিকেটার ভারতকে বিশ্বকাপ জেতাবে, তাহলে আমরা ভুল করছি। বিশ্বকাপ জিততে  গেলে শুধুমাত্র দু-একজনের ওপর নির্ভর করলে হবে না। ভারতকে টিমগেম খেলতে হবে। সবাইকে পারফর্ম করতে হবে।বিরাট-রোহিতরা অবশ্যই শক্তি যোগাবে টিম ইন্ডিয়াকে।কিন্তু পুরপুরি নির্ভর করা ঠিক হবে না।’

উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপে বড় পরীক্ষা অপেক্ষা করছে বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জন্য। এই বিশ্বকাপে ভারত ভালো কিছু না করলে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে।এমনিতেই রাহুল দ্রাবিড়ের পারফরম্যান্সে খুশি নন বিসিসিআই (BCCI) শীর্ষ কর্তারা। ২০২২ সাল ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) জন্য খুব একটা সুখকর হয়নি। গত টি২০ বিশ্বকাপে (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারতে হয় ভারতকে। তখন থেকেই একটা জল্পনা তৈরি হয়েছিল যে সম্ভবত সরিয়ে দেওয়া হতে পারে রাহুল দ্রাবিড়কে।

আরও পড়ুন: BCCI-Selection Committee: কী কী প্রশ্নের মুখে পড়লেন ভাবী নির্বাচকেরা? জানতে পড়ুন

বিসিসিআই-এর সূত্র মারফৎ জানা গিয়েছে, ২০২৩ বিশ্বকাপের পর সম্ভবত ভিভিএস লক্ষ্মণ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন। ভিভিএস লক্ষ্মণ এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন।বিশ্বকাপের পর এমনিতেও শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ। সেই চুক্তির মেয়াদ বাড়ানোর খুব একটা ইচ্ছে নেই বিসিসিআই-এর।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39