বেঙ্গালোর: উদ্বোধনী আইপিএল থেকে অংশ নিলেও একবারও খেতাব জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। যেটা গত ১৫ বছরে হয়নি, সেটা ১৬তম আইপিএল সংস্করণে করতে মরিয়া টিম আরসিবি। ২০২৩ আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামার আগে একনজরে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের শক্তি এবং দুর্বলতা-
শক্তি
১। অধিনায়ক ফাফ দ্যু প্লেসির ম্যাচ জেতানো পারফরম্যান্স
২। বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি
৩। দীনেশ কার্তিকের মতো ফিনিশার যেকোনও প্রতিপক্ষের ত্রাস
৪। গ্লেন ম্যাক্সওয়েলের ম্যাচ উইনিং ক্যামিও
৫। ওয়ানিন্দু হসারঙ্গার মতো বিশ্বমানের স্পিনারের উপস্থিতি
৬। মহম্মদ সিরাজ-শাহবাজ আহমেদের মতো ভারতীয় ক্রিকেটারেরা যেকোনও দলের সম্পদ
৭। মাইকেল ব্রেসওয়েল হয়ে উঠতে পারেন তুরুপের তাস
৭। চিন্নাস্বামীতে আরসিবি অনুরাগীদের উন্মাদনা
দুর্বলতা
১। দল হিসেবে ধারাবাহিকতার অভাব
২। বড় বড় নামের ক্রিকেটারেরা প্রত্যাশা পূরণে ব্যর্থ
৩। আইপিএলে ফাফ দ্যু প্লেসির নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই
৪। রজত পতিদারের চোটজনিত সমস্যা
সাফল্য
২০০৯, ২০১১,২০১৬ সালের আইপিএলে ফাইনালে পৌঁছায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। কিন্তু ফাইনালে পৌঁছালেও ট্রফি এখনও অধরা টিম আরসিবি-র।
শেয়ার করুন