skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeখেলাZlatan Ibrahimovic Retires | পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন ইব্রাহিমোভিচ 

Zlatan Ibrahimovic Retires | পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন ইব্রাহিমোভিচ 

Follow Us :

মিলান: পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন জ্‌লাটান ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic)। রবিবার ইতালিয়ান লিগে ভেরোনার বিরুদ্ধে এসি মিলানের (AC Milan) শেষ ম্যাচ ছিল। খেলা শেষে ক্লাবকে বিদায় জানাবেন তিনি, এটা প্রত্যাশিত ছিলই। কিন্তু ফুটবলকেই বিদায় জানালেন ইব্রা। 

ম্যাচ শেষে সান সিরো স্টেডিয়ামের (San Siro Stadium) ঘাসে নেমে আসেন সুইডিশ মহাতারকা। মিলান সমর্থকদের উদ্দেশে বলেন, এই মাঠে আমার বহু স্মৃতি, বহু আবেগ রয়েছে। প্রথমবার যখন এসেছিলাম, তোমরা আমায় আনন্দ দিয়েছিলে। দ্বিতীয়বার যখন এলাম, ভালোবাসা দিয়েছ। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সমর্থকদের। সারাজীবন আমি মিলান সমর্থক হয়ে থাকব। সময় এসেছে ফুটবলকে বিদায় জানানোর, কিন্তু তোমাদের বিদায় জানাচ্ছি না। তোমরা ভাগ্যবান হলে আমার সঙ্গে দেখা হবে। 

আরও পড়ুন: Pat Cummins | IPL | ক্রিকেটারদের উপর একাধিপত্য আইপিএলের! জোরালো বার্তা অজি অধিনায়কের  

৪১ বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন ইব্রা, যদিও শেষ মরশুমে মাঠে নেমেছেন খুব কমই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসির (Lionel Messi) দাপটের যুগে হাতেগোনা যে ক’জন স্বকীয় প্রতিভা এবং বৈশিষ্ট্যের ছাপ রেখেছেন, ইব্রাহিমোভিচ তাঁদের একজন। সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবেই তাঁকে মনে রাখবে ফুটবল বিশ্ব। 

 

উদ্ধত, চড়া মেজাজ, কাউকে ভয় না পাওয়া ফুটবলারটির খেলাও ছিল মানানসই। ক্লাব এবং দেশের হয়ে সবমিলিয়ে ৫৬০টি গোল করেছেন তিনি। প্রকাণ্ড চেহারা সত্ত্বেও তাঁর অবিশ্বাস্য ফিটনেস দেখে চমকে গিয়েছে বিশ্ব। ‘অবিশ্বাস্য’ গোল করা ছিল তাঁর কাছে জলভাত। ইংল্যান্ডের বিরুদ্ধে বক্সের অনেকটা বাইরে থেকে ব্যাক ভলিতে গোল ভোলার নয়, কিংবা তাঁর কুংফু ক্যারাটের স্টাইলে ডান পায়ের শটে গোল, কিংবা আয়াখসের হয়ে একের পর এক ডিফেন্ডার এবং গোলকিপারকে কাটিয়ে করা গোল, তালিকা অনেক লম্বা। 

দীর্ঘ ফুটবল জীবনে বহু বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন ইব্রা। আয়াখস, ইন্টার মিলান, জুভেন্তাস, এসি মিলান (দু’বার), বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আমেরিকার এলএ গ্যালাক্সি। যেখানেই গিয়েছেন, গোল করেছেন, মাঠ মাতিয়েছেন, সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন। স্পষ্ট কথা বলতে, বিতর্কে জড়াতে তাঁর কোনও ভয়ডর ছিল না। একবার তাঁকে দলে নিতে চেয়েছিলেন আর্সেনালের কিংবদন্তি ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। ইব্রাকে ট্রায়ালে ডেকেছিলেন তিনি। ইব্রার উত্তর ছিল, ‘ইব্রা ট্রায়াল দেয় না।’ তিনি যে অবসর নিয়ে ফেলবেন তা কেউ ভাবতেই পারেনি। ইব্রা বলছেন, এমনকী আমার পরিবারও জানত না। কারণ আমি চেয়েছিলাম আমার ঘোষণার পর সবাই একসঙ্গে শুনুক। এটাই ইব্রা। চিরকাল সিংহের মতো গর্জন করা লোকটা কিন্তু শেষ বেলায় চোখের জল ধরে রাখতে পারলেন না। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
EVM | EVM কাণ্ড, ৪৮ লাখ ভোটের তফাৎ ,মামলা গড়াল সুপ্রিম কোর্টে
00:00
Video thumbnail
Top News | বিজেপি সদর দফতরের বাইরে বোমা, এলাকা ঘিরল পুলিশ
00:00
Video thumbnail
Nabanna | ঘর পেয়েছেন? চিন্তা নেই, আবাসের সমীক্ষা নবান্ন শুরু করবে জুলাইয়ে!
00:00
Video thumbnail
BJP West Bengal | বাংলাতেই কেন হিংসা? বিমানবন্দরে নেমেই প্রশ্ন বিজেপির কেন্দ্রীয় দলের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | দুর্গাপুজোতেও কেন্দ্রীয় বাহিনী ! বিজেপির পুজোর দাবি
02:09:12
Video thumbnail
Election Commission | মোবাইলে আসছে ওটিপিনিয়ন্ত্রণ হচ্ছে ইভিএমএভাবেই কি জিতল NDA? সত্যিটা কী?
04:31
Video thumbnail
Weather Update | সুখবর! বর্ষার বৃষ্টি কবে থেকে? বিরাট আপডেট
04:36:05
Video thumbnail
Abhishek Banerjee | হাসপাতালে ভর্তি অভিষেক, অপারেশন হবে, কী হয়েছে?
07:32:43
Video thumbnail
Belgharia News | বেলঘরিয়ার ব্যবসায়ী কে জেল থেকেই বারবার ফোন, কী দাবি কুখ্যাত দুষ্কৃতির?
02:37:27
Video thumbnail
Abhishek Banerjee | অপারেশন শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন আছেন?
02:57:13