নয়াদিল্লি: প্রয়াত হলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিষেণ সিং বেদি (Bishan Singh Bedi)। ৭৭ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের ক্রীড়ামহল। ইরফান পাঠান সহ একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন। স্মৃতিচারণ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসরে (Amritsar) জন্মগ্রহণ করেন বেদি। অমৃতসরের ছেলে হলেও রাজ্যস্তরে তিনি দিল্লির (Delhi) হয়ে খেলতেন। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছিলেন তিনি। তার মধ্যে ছিল ৬৭টি টেস্ট এবং ১০টি ওডিআই। ২২টি টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছেন। দেশের সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি স্পিনার হিসেবে পরিচিত বিষেণ বেদি টেস্টে ২৬৬ উইকেটের মালিক। একদিনের ক্রিকেটে নিয়েছেন ৭টি উইকেট।
আরও পড়ুন: ‘অবিশ্বাস্য ব্রিসবেন’-এর ২ বছর পূর্তি, Unplugged বিষেণ সিং বেদি
Rest in Peace, Bishan Ji ? #BishanSinghBedi pic.twitter.com/Z1ZdNkF8ZI
— KolkataKnightRiders (@KKRiders) October 23, 2023
ভারতের (India) প্রথম একদিনের ম্যাচে জয়ের অবদান রেখেছিলেন তিনি। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ (সে সময় ৬০ ওভারের খেলা হত) ওভারে আটটি মেডেন, ছয় রানে এক উইকেট নেন। তাঁর সঙ্গে এরাপল্লী প্রসন্ন, বি এস চন্দ্রশেখর এবং সি ভেঙ্কটরাঘবন বড় অবদান রাখেন সেই ম্যাচে।
ক্রিকেট ছাড়ার পরে কখনও কোচ, কখনও ধারভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে বেদিকে। ঠোঁটকাটা স্পষ্টবক্তা হিসেবে বরাবর পরিচিত ছিলেন। নিজে যা ঠিক মনে করতেন তা অকপটে বলে দিতেন। এর জন্য হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের বিরাগভাজন হতে হয়েছে। তবে তাতে পাত্তাই দিতেন না।