ওয়েব ডেস্ক: বড়দিন (Christmas 2025) মানে কাছে পরিবার-পরিজনের কাছে ফেরা, বাড়ি ফেরা। কিন্তু ক্রিকেটারদের জীবনে সবসময় সেটা সম্ভব হয় না। নানা কারণে বড়দিন এবং বর্ষবরণের সময়টা তাঁদের কাটাতে হয় বিদেশ-বিভুঁইয়ে। যেমন এবছর বড়দিনে বাড়ি ফিরতে পারনেনি জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues), স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), অরুন্ধতী রেড্ডিরা (Arundhati Reddy)। কিন্তু তাতেও ক্রিসমাস উৎসবে আনন্দ থেকে বিরত নেই তাঁরা কেউই। ত্রিবান্দ্রামে (Trivandrum) অনুশীলন আর ব্যস্ততার মাঝেই নিজেদের মতো করে রিসমাস সেলিব্রেট করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তিন তারকা।
View this post on Instagram
বড়দিনের রাতেই জেমাইমা নিজের ইনস্টাগ্রামে সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। ছবির ক্যাপশনে লিখলেন, ‘হোম অ্যাওয়ে ফ্রম হোম’, সঙ্গে হার্ট এবং ক্রিসমাস ট্রি’র ইমোজি। ছবিগুলো দেখলেই বোঝা যায়, উৎসবে একটুও খামতি রাখেননি তাঁরা। লাল-সবুজ পোশাকে মিল রেখে, মাথায় সান্তা টুপি পরে সেজেছেন এবং আনন্দ করেছেন নিজেদের মতো করে।
আরও পড়ুন: জোড়া সাফল্য ইস্টবেঙ্গলের! ছেলেদের পাশাপাশি জিতল মেয়েরাও
আসলে ক্রিকেটারদের সারাবছরই নানা কারণে বাড়ি থেকে দূর-দূরান্তে কাটাতে হয়। প্র্যাকটিস, টিম মিটিং, ম্যাচ, এক শহর থেকে আরেক শহরে উড়ে যাওয়ার মাঝে হোটেল রুমই যেন হয়ে তাঁদের অস্থায়ী ঠিকানা হয়ে ওঠে। তাই বাড়ি থেকে দূরে থাকাকালীন উৎসব এলে হোটেল রুমেই তাঁরা নিজেদের মতো করে সেলিব্রেট করেন। সেই ঝলক ধরে পড়ল জেমাইমা, স্মৃতিদের ক্রিসমাসের অ্যালবামে।
দেখুন আরও খবর:







