skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeখেলামার্কিন মুলুকে ধোনি-ধামাকা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেললেন মাহি  

মার্কিন মুলুকে ধোনি-ধামাকা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেললেন মাহি  

Follow Us :

নিউইয়র্ক: ইউএস ওপেনের (US Open) কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) বনাম আলেকজান্ডার জেরেভ ম্যাচের দর্শকাসনে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)। মার্কিন মুলুকে এবার গলফ খেলতে দেখা গেল তাঁকে, তাও আবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে। ট্রাম্পের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। সূত্রের খবর, ধোনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। 

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ধোনির গলফ খেলার কয়েক মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল। সেইসঙ্গে চলছে মজাদার মন্তব্য। একজন লিখছেন, ধোনির জন্য গলফ ম্যাচের আয়োজন করলেন ট্রাম্প। আমেরিকাতেও থালা-ফিভার। আর একজন লিখলেন, অবসর নেওয়ার পরেও বিশ্ব ক্রিকেটের মুখ ধোনিই। 

আরও পড়ুন: বৃষ্টির ভ্রুকুটি, সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বরাদ্দ রিজার্ভ ডে

 

বুধবার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল ইউএস ওপেনে এমএসডি-র ছবি-ভিডিও। খেলার মধ্যে বিরতিতে চেয়ারে বসে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছিলেন আলকারাজ। তাঁর বাঁ কাঁধের পাশে কিছুটা দূরে ধোনিকে লক্ষ করা যায়। এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন তিনি, বেশ হাসাহাসিও করতে দেখা যায়। ইউএস ওপেন সম্প্রচারকারী চ্যানেল ধোনিকে দেখতে পেয়ে তাঁর উপর ক্যামেরা ফোকাস করে। প্রসঙ্গত, গত বছরও ইউএস ওপেন দেখতে গিয়েছিলেন ভারতের সফলতম অধিনায়ক। তিনি এবং আর এক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) ইয়ানিক সমারের বিরুদ্ধে আলকারাজের খেলা দেখেছিলেন। 

স্প্যানিশ তরুণ টেনিস খেলোয়াড়ের ভক্ত ধোনি। এ বছরও তাঁর খেলা দেখতে হাজির হয়েছেন। ওই ম্যাচে জেরেভকে ৬-৩, ৬-৪, ৬-২ ফলে উড়িয়ে দিয়েছেন আলকারাজ, উঠে গিয়েছেন সেমিফাইনালে। গত বছর এই টুর্নামেন্ট জিতেছিলেন তিনি এবং ওটাই ছিল তাঁর প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব। এ বছর ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের (Novak Djokovic) কাছে হারের বদলা উইম্বলডনে নেন আলকারাজ। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে ফের এই দ্বৈরথ হতে পারে।  

RELATED ARTICLES

Most Popular