ঢাকা: বৃথা গেল মেহেদি হাসান মিরাজের লড়াই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হারল বাংলাদেশ। খারাপ আলোর জন্য তৃতীয় দিনের খেলা যখন বানচাল হয়ে যায়, নাজমুল হোসেন শান্তরা এগিয়ে ছিলেন ৮১ রানে। মিরাজ অপরাজিত ছিলেন ৮৭ রানে। বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছিলেন তিনিই।
দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে আক্রমণ করবে প্রোটিয়ারা তা জানাই ছিল। কাগিসো রাবাডাদের পেস আক্রমণে গতকালের ২৮৭/৭ থেকে ৩০৭ রানে শেষ হয়ে গেল টাইগাররা। একদিন থেকে উইকেট পড়ছে আর নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে হতাশ হয়ে দেখলেন মিরাজ। নয় উইকেট যাওয়ার পরে আর ধৈর্য রাখতে পারলেন না তিনি, রাবাডার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ৯৭ রানে আউট হয়ে গেলেন, হাতছাড়া করলেন ব্যক্তিগত মাইলস্টোন।
আরও পড়ুন: রাফিনহার হ্যাটট্রিক, বায়ার্নকে ধ্বংস করল বার্সেলোনা
An emphatic seven-wicket win for South Africa in Mirpur ?#WTC25 | #BANvSA ?: https://t.co/zk8iaMr2we pic.twitter.com/G2eSiCDpPx
— ICC (@ICC) October 24, 2024
চতুর্থ ইনিংসে জেতার জন্য দক্ষিণ আফ্রিকার ১০৬ রানের প্রয়োজন ছিল। চতুর্থ দিনের পিচ যতই ঘূর্ণি হয়ে উঠুক, এত কম রানে জেতা যায় না। অন্তত আর ১০০ রান প্রয়োজন ছিল। তিন উইকেট হারিয়ে জেতার রান তুলে দিলেন টোনি ডি জোর্জি, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবসরা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া তাইজুল ইসলামই এই তিনটি উইকেট নিলেন।
এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডকে টপকে চার নম্বরে উঠলেন মার্করামরা । বাংলাদেশে আরও একটি টেস্ট ম্যাচ খেলবেন তাঁরা। সেটি জিততে পারলে ফাইনালে যাওয়ার সামান্য হলেও সম্ভাবনা তৈরি হবে। কারণ এরপর ঘরের মাঠে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকায় ভারত ব্যতীত কোনও এশিয়ান দল টেস্ট ম্যাচ জিতবে বলে মনে হয় না।
দেখুন অন্য খবর: