skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeScrollজিম্বাবোয়ে যাচ্ছেন লক্ষ্মণ, নতুন কোচ কবে থেকে?
Jay Shah

জিম্বাবোয়ে যাচ্ছেন লক্ষ্মণ, নতুন কোচ কবে থেকে?

জয় শাহ বলেন, “কোচ এবং নির্বাচক, দুইয়ের নিয়োগ হবে খুব শিগগিরই

Follow Us :

মুম্বই: বিশ্বকাপ জিতে কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিরাট কোহলি, রোহত শর্মা এবং রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে জিম্বাবোয়ে সফরে (Zimbabwe Tour) যাচ্ছে ভারতের তরুণ দল। আশা ছিল, এই দলের সঙ্গে যাবেন ভারতের নতুন হেড কোচ এবং খুব সম্ভবত তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিলেন, ভারতের নতুন কোচ কাজ শুরু করবেন শ্রীলঙ্কা সফর থেকে, জিম্বাবোয়েতে যাবেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

আরও পড়ুন: নয়া অবতারে কোহলির দলে প্রত্যাবর্তন ডিকের

জয় শাহ বলেন, “কোচ এবং নির্বাচক, দুইয়ের নিয়োগ হবে খুব শিগগিরই। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি দুইজনের সাক্ষাৎকার নিয়েছে এবং শর্টলিস্ট করেছে। মুম্বই পৌঁছনোর পর তাঁরা যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই অনুযায়ী চলব। জিম্বাবোয়েতে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ, নতুন কোচ যোগ দেবেন শ্রীলঙ্কা সিরিজ থেকে।”

সূত্রের খবর, কোচ পদের জন্য ভারতীয় বোর্ড যে দু’জনকে শর্টলিস্ট করেছে, তাঁরা হলেন গৌতম গম্ভীর এবং মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লু ভি রামন (WV Raman)। এখনও পর্যন্ত যা খবর, গম্ভীরের যা বায়োডেটা তাতে তিনিই ফেভারিট। জাতীয় স্তরে কোচিং না করালেও, আইপিএলের মতো কঠিন টুর্নামেন্টে মেন্টরশিপ করেছেন। তাঁর অধীনে লখনউ সুপার জায়ান্টস দু’বার প্লে অফে যায় এবং এবার তো কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়নও করেছেন। তাছাড়া খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক স্তরে গম্ভীরের অভিজ্ঞতা রামনের থেকে অনেক বেশি।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular