skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollকেকেআরের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে কী হবে?
Kolkata Knight Riders

কেকেআরের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে কী হবে?

এই মাঠেই কলকাতা বনাম গুজরাত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল

Follow Us :

আমেদাবাদ: আগামিকাল (২১ মে) আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। যে জিতবে সে সরাসরি ফাইনালে চলে যাবে। হারলেই বিদায় নয়, আরও একটা সুযোগ আছে। এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে কার্যত সেমিফাইনাল খেলতে হবে, সেই ম্যাচ জিতলে ফাইনালে যাওয়া যাবে।

মোতেরার মাঠে কলকাতা বনাম গুজরাত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এখানেই আয়োজিত হয়েছিল ২০২৩ আইপিএলের ফাইনাল (IPL 2023 Final)। বৃষ্টির জন্য ২৮ মে-র ম্যাচ চলে যায় পরের দিন, রিজার্ভ ডে-তে। সেদিনও বৃষ্টিতে বিঘ্ন ঘটায় ডাকওয়ার্থ-লুইস নিয়ম প্রয়োগ করতে হয়। কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচেও কি বৃষ্টির ভ্রুকুটি আছে? খেলা পণ্ড হলে কী হবে?

আরও পড়ুন: রোহিতের অভিযোগ অস্বীকার করল স্টার স্পোর্টস 

 

আজ, ২০ মে আমেদাবাদে (Ahmedabad) ৩৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, কাল ম্যাচের দিন আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলা এবং সন্ধেবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা শূন্য শতাংশ। ফলে পুরো ম্যাচ নির্বিঘ্নে হবে বলেই আশা। তবে আবহাওয়ার কথা আগে থেকে বলা যায় না।

দুর্ভাগ্যজনকভাব ম্যাচ পণ্ড হলেও রিজার্ভ ডে নেই, কারণ তার পরর দিনই চেন্নাইয়ের মাঠে এলিমিনেটর ম্যাচ। ম্যাচ ভেস্তে গেলে লাভ কলকাতার কারণ পয়েন্টস টেবিলে হায়দরাবাদের থেকে উপরে আছেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। তাঁদেরই জয়ী ঘোষণা করা হবে। তবে গৌতম গম্ভীররা (Gautam Gambhir) অবশ্যই খেলেই ম্যাচ জিততে চাইবেন এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খেলা হবে। ওই ম্যাচের দিকেই এখন সকলের নজর।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular