Friday, August 1, 2025
Homeটক অন ফ্যাক্টসWeather Forecast | আপনার জেলায় বৃষ্টি কবে? জেনে নিন

Weather Forecast | আপনার জেলায় বৃষ্টি কবে? জেনে নিন

Follow Us :

কলকাতা: ফেব্রুয়ারির (February) মাঝ পথেই আগমন হয়েছে গরমের। আর মার্চে সেই গরমে নাজেহাল রাজ্যবাসি। এরই মাঝেই রাজ্যবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, বুধবার থেকেই শুক্রবার রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবার সম্ভাবনা। মুক্তি মিলবে ঝাপসা গরম থেকে। শুক্রবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গরম পরিবেশ। জলীয় বাষ্প খুব বেশি না থাকায় শুকনো গরম অনুভূত হবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ২৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৮৮ শতাংশ। এদিকে আগামী ২৪ ঘন্টা রাজ্যের পরিষ্কার আকাশ থাকবে।  

মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

এদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিংয়ে এবং কালিম্পঙে শিলাবৃষ্টির দম্ভবনা রয়েছে। যদিও শনি এবং রবি এই দুদিন পশ্চিমি জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই বৃষ্টির প্রভাবে কলকাতার সহ পশ্চিমি জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা কমবে।

আবহাওয়াবিদদের আশঙ্কা মার্চের শুরুতেই যেভাবে সূর্য নিজের তাপমাত্রা বাড়াচ্ছে তাতে খুব শীঘ্রই ৩৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকবে দিনের তাপমাত্রা। রেকর্ড গরম পড়তে পারে মার্চের দ্বিতীয় ভাগে। এমনকী, এ রাজ্যে চলতি গীষ্মের মরশুমে খোঁড়ার সম্ভবনাও রয়েছে। তবে একেই সঙ্গে বর্ষার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা। এপ্রিল মাসের শুরু থেকেই কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে। যা কিছুটা হলেও বীভৎস গরম থেকে স্বস্তি দেবে মানুষকে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39