আমডাঙা: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত আমডাঙা। উভয়পক্ষের আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আমডাঙার বোদাই গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রাম এলাকায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অভিযোগ, আমডাঙার বোদাই গ্রাম পঞ্চায়েতের সদস্য রাকিবুল ইসলামের উপর হামলা চালায় তৃণমূলের আর এক গোষ্ঠী। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন চারজন। তাঁদেরকে উদ্ধার করে প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে স্থানান্তরিত করা হয় বারাসাত জেলা হাসপাতালে। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকার রহমান।
আরও পড়ুন: একটি থানাতেই ১৫ দিনে ৪৭টি এফআইআর, মামলা দায়েরের অনুমতি বিচারপতির