জলপাইগুড়ি: লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই বিজেপির ভাঙন অব্যাহত রাজ্যজুড়ে। সোমবার জলপাইগুড়িতে ৬০টি পরিবারের যোগদান তৃণমূল কংগ্রেসে।
সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৬০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের টাউন ক্লাবের হলঘরে এই যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।এই যোগদানের ফলে পুর এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি পাবে বলে দাবি দলীয় নেতৃত্বের।
উল্লেখ্য, জলপাইগুড়ি বিধানসভা আসনটি ও পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি পুর এলাকা থেকে বিরাট লিড পায় বিজেপি। আর তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে শহরে সংগঠনকে শক্তিশালী করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এদিন জলপাইগুড়ি পুরসভার ৩, ৯, ১২, ১৫ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ড থেকে ৬০টি বিজেপি পরিবার তৃণমূলে যোগ দেয়।
আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে গণপিটুনি নয়, পরিবারের কাছে ফিরলেন যুবক
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো তুলে ধরে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে চায় তৃণমূল কংগ্রেস। তাই এই যোগদান বলে দাবি শাসকদলের নেতৃত্বের। যদিও এই যোগদানের বিষয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দেখুন আরও অন্যান্য খবর: