কলকাতা: বজবজ-শিয়ালদহ শাখায় রেল লাইনের (Sealdah-Budge Budge Local Train) জয়েন্টে ফাটল ঘটে বিপত্তি, অল্পের জন্য বাঁচলো যাত্রীবাহী ট্রেন। স্থানীয় সূত্রে খবর, বজবজ-শিয়ালদহ শাখার আকড়া ও সন্তোষপুরের মাঝে নিউ আয়নাল পাড়ার কাছে শিয়ালদহ থেকে একটি মাল ট্রেন বজবজ যাবার পথে বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা।
এরপরে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখে রেল লাইনের জয়েন্টে ফাটল। ঠিক সেই সময় দেখা যায় শিয়ালদহ থেকে যাত্রী বোঝাই ট্রেন বজবজের দিকে যাচ্ছে। স্থানীয়রা ছুটে গিয়ে লাল কাপড় দেখিয়ে ট্রেনটি দাঁড় করায়।
আরও পড়ুন: মাথায় গুলি যুবককে, কালনা স্টেশন চত্ত্বরে চাঞ্চল্য
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকরা। পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রায় দু’ঘন্টা পর মেরামতির কাজ শুরু হয়। আটকে থাকা ট্রেনটিকে বজবজের দিকে পাঠানো হয়। এখনও চলছে রেললাইন মেরামতির কাজ। রেল লাইনের জয়েন্টের কারণে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে সমস্যায় পড়েছে এই রুটের যাত্রীরা।
আরও খবর দেখুন