skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু ধূপগুড়ির শ্রমিকের

ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু ধূপগুড়ির শ্রমিকের

Follow Us :

ধূপগুড়ি: বাড়তি উপার্জনের জন্য ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রমেশ রায়। তিনি ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণঝাড়ের জমাদার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের জমাদারাপাড়া এলাকার বাসিন্দা রমেশ রায় প্রায় ১০ বছর ধরে ভিন রাজ্যে কাজ করেন। প্রায় আট মাস আগে বাড়িতে এসেছিলেন। বাড়িতে কিছুদিন থেকে ফের পুনের লুনাওয়ালা গিয়েছিলেন কাজে। কিন্তু মঙ্গলবার কাজ করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। জানা গিয়েছে, রেলে কাটা পড়ে মৃত্যু হয় রমেশের। গতকাল বিকেলে ফোন মারফত সেই খবর পান রমেশের দাদা। সেখানে থাকা ঠিকাদার দেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ২০১৬ সালে এসএসসির সব চাকরিপ্রাপককে নোটিস দেওয়ার নির্দেশ

মৃত রমেশের বাড়িতে স্ত্রী, তিনজন মেয়ে ও বাবা-মা রয়েছেন। এলাকায় কাজ নেই তাই বাড়তি উপার্জনের জন্য রমেশ ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন। আর ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়রা জানান, ভিন রাজ্যের কাজে গিয়ে গত একবছরে আমাদের এলাকার অনেকের মৃত্যু হল। এখানে কাজের ব্যবস্থা থাকলে হয়তো এইরকম দুঃখজনক ঘটনা ঘটত না বলেও জানান তাঁরা।

RELATED ARTICLES

Most Popular