কলকাতা: শেষমেশ প্রজাপতি প্রসঙ্গে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, আমার টিআরপি কোনওদিনই কমানো যাবে না। মরা পর্যন্ত পারবি না। কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য প্রশ্ন করা হলে মিঠুন বলেন, আমি এলিতেলি গঙ্গারামদের কথায় উত্তর দিই না। ত্রিপুরার ভোটে (Tripura Election) বিজেপির (BJP) তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। এদিন ত্রিপুরা যাওয়ার আগে এমনই মন্তব্য করেন মিঠুন।
উল্লেখ্য, প্রজাপতিতে মিঠুনের অভিনয় নিয়ে খোঁচা দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেছিলেন, দেবের মিঠুনদাকে নেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেব একটা ভালো ছবি করতে গেল, আর সেখানে মিঠুনদার ফ্লপ অভিনয়। তাঁর জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় থাকলে ভালো হত। এমনকী পরাণ বন্দ্যোপাধ্যায় টনিকে মিঠুনকে ১০ গোল দিয়েছেন তাও বলেন কুণাল।
আরও পড়ুন:Tender Scam: টেন্ডার-কাণ্ডে কাঁথি থানার আরও দু’ই পুলিশকর্মীকে জিজ্ঞসাবাদ সিবিআইয়ের
কুণালের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতি থেকে বিনোদন জগতে। কুণালের এই মন্তব্যকে তৃণমূল সাংসদ দেবও সমর্থন করেননি। তিনি বলেছিলেন, কুণাল ঘোষ ছবির বিষয়টি বোঝেন না। তাই এ বিষয়ে তাঁর মন্তব্য করা উচিত নয়। সম্প্রতি দেব সোশ্যাল মিডিয়ায় প্রজাপতির একটি ছবিও শেয়ার করেন। এমনকী তৃণমূল-বিজেপির সংঘর্ষ প্রসঙ্গে তাঁর এবং মিঠুনের সম্পর্কের কথাও টেনে আনেন।