skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeদেশUP Election Result 2022: উত্তরপ্রদেশে দিদিমণির হিন্দি শুনে অখিলেশের দোকান বন্ধ হয়েছে,...

UP Election Result 2022: উত্তরপ্রদেশে দিদিমণির হিন্দি শুনে অখিলেশের দোকান বন্ধ হয়েছে, বিদ্রুপ দিলীপের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  দিদিমণির (Mamata Banerjee) উলটো পালটা হিন্দি বলার জন্যও উত্তর প্রদেশে (UP Election Result 2022) অখিলেশের (Akhilesh Yadav) দোকান বন্ধ হল। এই ভাষাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা। সেখানে গিয়ে হাথরাসের গল্প বলেছেন । এই সব জায়গায় বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলেই দিলীপ ঘোষ জানান। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ঘাটাল সাংগঠনিক জেলা পার্টি অফিসে বৃহস্পতিবার বিজেপির কর্মী সম্মেলন ছিল। সেখানেই ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের (UP Election Result)প্রবণতা দেখে তৃণমূল নেত্রীকে বিদ্রূপের সুরে বিদ্ধ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

গোয়া নিয়েও মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। এ প্রসঙ্গে তাঁর  মন্তব্য, হাওয়াতে উড়ে গিয়ে কেউ যদি টাকা-পয়সা খরচা করেন, লোক ভাড়া করে যদি মনে করেন পার্টি দাঁড়িয়ে যাবে, সেটা সম্ভব নয়। ত্রিপুরাতে আমরা দেখেছি এখান থেকে টাকা-পয়সা , নেতা, লোকজন সব নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। গোয়াতে তৃণমূলেরই সহযোগী দল কয়েকতা সিটে এগিয়ে রয়েছে। কিন্তু তারা এগিয়ে নেই। যদি বাই চান্স ছিটকে গিয়ে ওঁদের হাতে পড়ে খুশি হবেন ওনারা। আমরা লাড্ডু খাব। ওঁনারা লজেন্স খেতে পারেন।

দিলীপ বলেন, উত্তরপ্রদেশে দিদিমণি গিয়ে উলটো পালটা হিন্দি বলে অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছে। পঞ্জাবে প্রথমবার বিজেপির নেতৃত্বে ভোটে লড়া হয়েছিল। মানুষ ভোট দিয়েছেন। আমরা কয়েকটায় আসন পাব। কংগ্রেস ওখানে যেভাবে রাজত্ব করেছে তাঁর ফল মিলেছে। কংগ্রেসকে আক্রমন করে দিলীপ বলেন, কংগ্রেস চিরকাল পারিবারিক রাজনীতি করে এসেছে। বার বার টিকে থাকতে মুখ্যমন্ত্রী বদল করেছে। কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য কিছু করেনি। কোনও সমস্যার সমাধান হয়নি। তাই সাধারণ মানুষ দিল্লিতে যেভাবে এক্সপেরিমেন্ট করেছে এবার পঞ্জাবে সেই এক্সপেরিমেন্ট করেছে।

দিলীপের ধারণা, কংগ্রেসের ঐতিহ্য নষ্ট হচ্ছে। পরিবারতন্ত্রের রাজনীতি করছে, এই যুগের অবসান হতে চলেছে। দেশের যত দুর্নীতি, বিচ্ছিন্নতাবাদ সব কিছুর জন্মদাতা কংগ্রেস, বললেন দিলীপ।

RELATED ARTICLES

Most Popular