হাসনাবাদ: ডাক্তার দেখাতে আসা এক মহিলাকে ইঞ্জেকশন দেওয়ার নাম করে অচৈতন্য করে ধর্ষণ করার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। মোবাইলে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ এবং চার লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। শেষে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই চিকিৎসককে।
ওই মহিলার স্বামীর জানান, তিনি কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। স্ত্রীর শরীর খারাপ হওয়ায় স্থানীয় ওই চিকিৎসককের কাছে যান। অভিযোগ, ইনজেকশন দেওয়ার নাম করে অচৈতন্য হওয়ার ইনজেকশন দিয়ে মহিলাকে অচৈতন্য করে ধর্ষণ করেন। সেই ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকী তাঁর স্ত্রীর কাছ থেকে একাধিকবারে ৪ লক্ষ টাকা নেন।
এরপর মহিলা তাঁর স্বামীকে সব ঘটনা খুলে বলেন। স্বামী বাড়ি এসে ওই চিকিৎসকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারকে হাসনাবাদ থানার পুলিশ সোমবার রাতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ওই চিকিৎসককে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
আরও পড়ুন: মন্ত্রী পৌঁছতেই বিক্ষোভ স্থানীয়দের, বিধায়কের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ
দেখুন আরও অন্যান্য খবর: